১৮৯৭ সালের পানি শোধনাগার ফরিদপুর পৌর এলাকার

Page Visited: 108
102 Views
১৮৯৭ সালে নির্মিত পানি শোধনাগার।
ফলকে লেখা আছে DHANMONI CHOWDHRANIS FILTER লেখাটি আজও অক্ষত রয়েছে। ভাবা যায় ১৮৯৭ সালে ফরিদপুর পৌর এলাকায় পানি সরবরাহের জন্য পানি শোধনাগার ছিলো এবং পাশেই পাম্প হাউজ ছিলো।
এটির অবস্থান জুবিলী ট্যাংক এর দক্ষিন প্রান্তে বিদ্যুৎ অফিসের দেয়াল সংলগ্ন। অম্বিকা মেমোরিয়াল হলের পুরাতন ভবন সংলগ্ন কিছু পরিত্যক্ত পানির চৌবাচ্চা (ট্যাংকি) ছিলো যা অনেক আগেই ভেঙ্গে ফেলা হয়েছিলো নতুন অম্বিকা মেমোরিয়াল হল নির্মাণকালে।
তবে কালের সাক্ষি হয়ে টিকে আছে পরিত্যাক্ত এই শোধনাগার দুটি।
রানি ভিক্টোরিয়ার ৫০ বর্ষ পূর্তিকালে জুবিলী ট্যাংক খনন করা হয়েছিলো, ধারণা করা হচ্ছে ৬০ বর্ষ পূর্তিতে এই শোধনাগার নির্মাণ করা হয়েছিলো তবে ফলকে যার নাম উল্লেখ রয়েছে তার সম্পর্কে এখনো কিছু জানা যায়নি। হতে পারে তিনি অর্থ দিয়ে নির্মাণ কাজে সহায়তা করেছিলো অথবা জমি দান করেছিলো অথবা বিশেষ কোনো ব্যক্তি।
আমাদের এই অনুসন্ধান অব্যাহত রয়েছে কেউ যদি কোনো তথ্য দিয়ে আমাদের সহায়তা করতে চান তাহলে আনন্দিত হবো।
ফরিদপুরকে দেখুন, ফরিদপুরকে জানুন।

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *