মরক্কোতে থিয়েটার উৎসবে সেরা অভীনেত্রীর স্বীকৃতি পেলেন মৌসুমী মৌ

Page Visited: 305
408 Views

মরক্কোয় সেরা মূকাভিনয় শিল্পীর পুরস্কার পেলেন মৌসুমী মৌ

মরোক্কোতে অনুষ্ঠিত ৩৫তম আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় থিয়েটার উৎসব ২০২৩ এ প্রতিযোগিতা ফরিদপুর জেলার সদরপুর উপজেলার সন্তান মৌসুমী মৌ । ঢাকা ইউনিভার্সিটি মাইম অ্যাকশন (ডুমা) ‘অস্বীকৃতি’ দিয়ে এ সম্মাননা পান মৌ। শাহরিয়ার শাওনের নির্দেশনায় ‘অস্বীকৃতি’ পরিবেশন করে সেরা নারী অভিনেত্রী হিসেবে পুরস্কার পেলেন মৌসুমী মৌ।

সেরা অভিনেত্রীর পুরস্কার  ফরিদপুরবাসীর পক্ষ থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা। মরক্কোর কাসাব্লাংকা শহরে হয় পুরস্কার প্রদান অনুষ্ঠান। মরক্কোর প্রাচীন শহর কাসাব্লাংকায় অবস্থিত দ্বিতীয় হাসান ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হয় ৩৫তম নাট্যোৎসব। এতে ফ্রান্স, জার্মানি, ইতালি, মরক্কো, তিউনিসিয়া ও সৌদি আরবের শিল্পীদের পাশাপাশি অংশ নিয়েছিলেন বাংলাদেশের শিল্পীরা।

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *