মুসলিম মিশন জামে মসজিদ
22/04/2022
Page Visited: 540
594 Views
নিজস্ব প্রতিবেদক রোকন উদ্দিন: ফরিদপুর জেলায় রয়েছে অসংখ্য দৃষ্টিনন্দন মসজিদ। তার মধ্যে একটি হচ্ছে ফরিদপুর মুসলিম মিশন জামে মসজিদ। মসজিদটি আধুনিক এবং নান্দনিক নির্মাণের এক অন্যন্য নিদর্শন।
মসজিদটি ঢাকা ফরিদপুর মহাসড়কের কোমরপুর এলাকায় অবস্থিত। ৭০ ফুট উচ্চতার মসজিদটি ২০০৯ সালে নিজস্ব এবং সরকারি অনুদানে নির্মিত।
৭ গম্বুজ বিশিষ্ট মসজিদটি দেখতে এবং নামাজ আদায় করতে দূর দুরান্ত থেকে দর্শনার্থীদের আগমন ঘটে। ৩তলা বিশিষ্ট মসজিদটিতে এক সাথে ৭ শত লোক জামাতে নামাজ আদায় করতে পারে। মসজিদে মহিলাদের জন্য রয়েছে নির্দিষ্ট স্থানে নামাজ আদায় করার ব্যবস্থা। মসজিদের ভেতরেই রয়েছে ওজু করার স্থান।
মসজিদটি নির্মান করতে সময় লেগেছে ৩বছর, মসজিদের দৃষ্টিনন্দন নির্মানশৈলী যে কাউকে আকৃষ্ট করবেই।
Recent Comments