মথুরাপুর দেউল
12/03/2023
Page Visited: 121
115 Views
মথুরাপুর দেউল একটি প্রত্নত্বাত্তিক নিদর্শন।
ফরিদপুর এর মধুখালি উপজেলার মথুরাপুর গ্রামে অবস্থিত এই দেউলটি। ধারনা করা হয় এই দেউলটি ষোড়শ শতাব্দিতে তৈরী। বলা হয় সংগ্রাম সিং নামের এক সেনাপতি এটি নির্মান করেছিলো। আরও একটি সুত্র মতে সম্রাট আকবরের সেনাপতি মানসিং রাজা প্রতাপাদিত্যের বিরুদ্ধে জয়লাভের স্মারক হিসেবে এই দেউলটি নির্মান করেছে। এই দেউলটি মাটি থেকে ২১.২ মিটার উচু বা ৮০ফুট। দেউলটি চুন শুরড়ির দ্বারা নির্মান করা হয়েছে দেউলটির গায়ে টেরাকোটার নান্দনিক কারুকার্য করা রয়েছে সেখানে বিভিন্ন পৌরানিক কল্পকাহিনিও তুলে ধরা হয়েছে। ঐতিহাসি এই নিদর্শন দেখতে প্রতিদিনিই দর্শনার্থীর আগমন ঘটে।
যেভাবে যাবেন:মধুখালী উপজেলা হতে ২ কি.মি. উত্তরে রিকসা,ভ্যান অথবা অটোযোগে যাওয়া যায়।
গুগল ম্যাপ লিংক https://goo.gl/maps/aRTuyPFHuRJkSpidA
Recent Comments