বাবু শুশীল বসু র বাড়ী

Page Visited: 135
164 Views

এই বাড়িটির মালিক ছিলেন বাবু শুশীল বসু ,ভাটি কানাইপুর এখনও তার বংশধর বসবাস করছেন। তিনি পেশায় একজন শিক্ষক ছিলেন। চিত্র শিল্পী কালীদাস কর্মকার নিলটুলীর এই প্রবীণ শিক্ষকের ছাত্র ছিলেন। বাড়িটা এভাবেই তিনি রেখে মৃত্যু বরণ করেন তিনি নিসন্তান ছিলেন।। পরবর্তীতে সরকার বাহাদুর এই বাড়ি ও জমি খাস খতিয়ানে লিপিবদ্ধ করেন।‌ এই বাড়ির সামনে দুর্গা পূজা হতো অনুকূল ঠাকুরের উৎসব ও মেলা হতো।
১৯৫৯ সালে এই বাড়িতে ফরিদপুর উচ্চ বিদ্যালয়ের গণিতের শিক্ষক পুলিন প্রামাণিক ভাড়া থাকতেন। পুলিন বাবু ডা: প্রভাতের আপন দাদু(নানা)। এরপর সরকার এটাকে নিয়ে নেয়। ধারাবাহিক ভাবে জেলার সরকারি কর্মকর্তারা এখানে বাস করে গেছেন।

তথ্যসূত্র অচিন্ত্য চক্রবর্তী এবং মোহাম্মদ শাহজাহান।

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *