নাইমের ব্যাটিং তান্ডব দেখলো ইন্ডিয়া

ইন্ডিয়ার বিপক্ষে নাইমের নজরকাড়া ব্যাটিং। 
 লিটন দাস এবং সৌম্য সরকারের বিদায়ের পর মিঠুনের সাথে অসাধারণ এক জুটি বাধে নাইম। মিঠুন এর বিদায়ের পর মাঠে নামেন লিটল মাস্টার মুসফিকুর রহিম তিনিও বিনা রানে মাঠ ছাড়েন, মাঠে নামেন মাহামুদুল্লাহ রিয়াদ তার সাথে কিছু সময় ব্যাটিং করে ইওরকার বলে আউট হয়ে ফিরে যান তিনি  
 ৪৮ বলে ৮১ রান এটাই  ইন্ডিয়ার বিপক্ষে সর্বচ্চ রান। 
 বাংলাদেশ না জিতলেও তার ব্যাটিং নৈপূন্য আশা জাগাচ্ছে নতুন সম্ভাবনাকে। তবে টিকে থাকলে আজ হয়তো শেষ হাসিটা বাংলাদেশই হাসতো।
 একের পর এক চার মেরে চাপে রেখেছিলেন ইন্ডিয়ার বোলারদের। মাঠে যখন ইন্ডিয়ার সাপোর্টাররা উল্লাসে ব্যাস্ত নাইমের ব্যাটিং তখন তাদের চুপ থাকতে বাধ্য করে ছিলো।
 তরুন এই ব্যাটসম্যানের বাড়ি ফরিদপুর এর গোয়ালচামট এলাকায়। ফরিদপুর বাসীর প্রত্যাশা তার কাছে অনেক বেশি, বাংলাদেশকে অনেক কিছু দেয়ার আছে এই তরুনের সবার ভালোবাসা আর দোয়া রইলো তার প্রতি।




Recent Comments