থ্যালাসেমিয়া আক্রান্ত রোগীকে রক্ত দিলেন মডারেটর মোঃ মেহেদী হাসান হৃদয়

Page Visited: 1263
127 Views

ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজের সাউথ হলের বাবুর্চি মামার দুই ছেলেমেয়ে থ্যালাসেমিয়া আক্রান্ত। তাদেরকে প্রতি মাসে এক ব্যাগ করে রক্ত দিতে হয় নতুবা তারা দুর্বল ও অসুস্থ হতে থাকে। এতোদিন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় বাবুর্চি মামার দুই সন্তানের জন্য রক্ত যোগার করা কষ্ট সাধ্য হয়ে পরেছে। যখন শিক্ষা প্রতিষ্ঠান খোলা ছিলো তখন ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরাই রক্ত প্রদান করতো চিন্তা করতে হতো না।

ছবি সালমান রহমান পিয়াল

করোনার মহামারীর কারনে সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হওয়ার কারনে ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজও বন্ধ হয়ে যায় চলে সকল শিক্ষার্থী নিজ নিজ বাসায় । আর এদিকে অসহায় হয়ে পরে বাবুর্চি মামা,এখন কোথায় রক্ত পাবে সে দুই সন্তানের জন্য প্রতি বছর ২৪ ব্যাগ রক্ত। তখন আমাদের মডারেটর সালমান রহমান পিয়াল তিনি নিজেও এই সন্তানদেরকে তিন মাস পর পর এক ব্যাগ করে রক্ত দিয়ে থাকেন। তিনি নিজ দায়িত্বে তাদের রক্তের জন্য গ্রুপে পোস্ট দেন এবং রক্তের ব্যবস্থা করেন। আজ আমাদের টিমের মডারেটর মোঃ মেহেদী হাসান হৃদয় রক্ত দান করেছেন। মেহেদী হাসান হৃদয় নিয়মিত রক্ত প্রদান করেন,তার জন্য অনেক দোয়া রইলো। সামনের মাসে আবার রক্তের সন্ধান করতে হবে যদি কোনও হৃদয়বান পোস্ট টি দেখে থাকেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। যোগাযোগ: 01521331216 সালমান রহমান পিয়াল মডারেটর ফরিদপুর সদর।

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *