ফরিদপুরের সাধারন জনগন কাফন গায়ে ট্রেন থামিয়ে প্রতিবাদ জানালো

Page Visited: 14
55 Views

আজ শনিবার ভোর ৫টায় ফরিদপুর রেল স্টেশনে ফরিদপুরের সর্বস্তরের সাধারন জনগন ঢাকাগামী চন্দনা কমিউটার ট্রেনের স্টপেজের দাবীতে মানববন্ধনে অংশগ্রহন করেন।

রাজবাড়ি থেকে ছেড়ে আসা চন্দনা কমিউটার ট্রেনটি থেমে যেতে বাধ্য হয় মানব বন্ধনের কারনে। এ সময় ৪৮ ঘণ্টার মধ্যে যাত্রাবিরতি দেওয়ার আলটিমেটাম দিয়েছেন বিক্ষোভকারীরা। এবং ফরিদপুর রেল স্টেশনে ট্রেনের স্টপেজ না দেওয়া হলে লাগাতার কর্মসূচির ঘোষণা দেওয়া হবে বলে জানান তারা।

ফরিদপুর রেলস্টেশনে যাত্রাবিরতির দাবি জানিয়ে কাফনের কাপড় পরে রেললাইনে শুয়ে বিক্ষোভ করতে থাকেন তারা। এসময় ট্রেনটি ৪০ মিনিট অবস্থান করে স্টেশনে পরবর্তীতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আশ্বাসে অবস্থানকারীরা সরে গেলে ৬টা ১০ মিনিটের দিকে ভাঙ্গা হয়ে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায় ট্রেনটি।

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *