৫ বছর পরে জসীম পল্লী মেলা আবারও ফিরে এলো ঐতিহ্যবাহী
15/05/2022
দীর্ঘ ৫ বছর পরে শুরু হলো ঐতিহ্যবাহী জসীম পল্লী মেলা আয়োজনে জেলা প্রশাসন ফরিদপুর ও জসীম ফাউন্ডেশন।
আজ রবিবার বিকাল ৫টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী বীর বিক্রম। মেলার সভাপতীত্ব করেন ফরিদপুর এর মাননীয় জেলা প্রশাসক জনাব অতুল সরকার।
জেলা প্রশাসন ও জসীম ফাউন্ডেশনের উদ্যোগে ১৫ দিনব্যাপী পল্লী কবি জসীম উদ্দীন এর বাড়ি-সংলগ্ন জসীম উদ্যানে কুমার নদের পাড়ে এ মেলার আয়োজন করা হয়েছে। মেলার বিশেষ আকর্ষণ সার্কাসও থাকছে সেই সাথে জসীম মঞ্চে প্রতিদিন বিভিন্নজেলার সংগঠনের পরিবেশনায় থাকছে সাংস্কৃতিক আয়োজন।
মেলা শরু হওয়া ফরিদপুরের সকল শ্রেণীর মানুষ ভীষণ আনন্দিত মেলা যদিও এখনও জমে উঠেনি তবুও উৎসুক দর্শনার্থীদের ভীর ছিলো চোখে পরার মতো। আশা করা যাচ্ছে ফরিদপুরে চলমান আঙিনার মেলা শেষ হলেই জসীম মেলাতেও উপচেপরা ভীর লক্ষ করা যাবে।
Recent Comments