১৮৯৭ সালের পানি শোধনাগার ফরিদপুর পৌর এলাকার
26/07/2023
Page Visited: 297
388 Views

১৮৯৭ সালে নির্মিত পানি শোধনাগার।
ফলকে লেখা আছে DHANMONI CHOWDHRANIS FILTER লেখাটি আজও অক্ষত রয়েছে। ভাবা যায় ১৮৯৭ সালে ফরিদপুর পৌর এলাকায় পানি সরবরাহের জন্য পানি শোধনাগার ছিলো এবং পাশেই পাম্প হাউজ ছিলো।
এটির অবস্থান জুবিলী ট্যাংক এর দক্ষিন প্রান্তে বিদ্যুৎ অফিসের দেয়াল সংলগ্ন। অম্বিকা মেমোরিয়াল হলের পুরাতন ভবন সংলগ্ন কিছু পরিত্যক্ত পানির চৌবাচ্চা (ট্যাংকি) ছিলো যা অনেক আগেই ভেঙ্গে ফেলা হয়েছিলো নতুন অম্বিকা মেমোরিয়াল হল নির্মাণকালে।
তবে কালের সাক্ষি হয়ে টিকে আছে পরিত্যাক্ত এই শোধনাগার দুটি।

রানি ভিক্টোরিয়ার ৫০ বর্ষ পূর্তিকালে জুবিলী ট্যাংক খনন করা হয়েছিলো, ধারণা করা হচ্ছে ৬০ বর্ষ পূর্তিতে এই শোধনাগার নির্মাণ করা হয়েছিলো তবে ফলকে যার নাম উল্লেখ রয়েছে তার সম্পর্কে এখনো কিছু জানা যায়নি। হতে পারে তিনি অর্থ দিয়ে নির্মাণ কাজে সহায়তা করেছিলো অথবা জমি দান করেছিলো অথবা বিশেষ কোনো ব্যক্তি।
আমাদের এই অনুসন্ধান অব্যাহত রয়েছে কেউ যদি কোনো তথ্য দিয়ে আমাদের সহায়তা করতে চান তাহলে আনন্দিত হবো।
ফরিদপুরকে দেখুন, ফরিদপুরকে জানুন।
১৮৯৭ সালের ২২ জুন ইংল্যান্ডের রাণী ভিক্টোরিয়ার রাজত্বের ৬০ বছর পূর্তি উপলক্ষে তার রাজত্বের হীরক জয়ন্তি ( Diamond Jubilee) পালন করার সময়ে এই পুকুরটি খনন করা হয় বলে এটার নাম দেয়া হয় জুবলি ট্যান্ক। তখন বৃটিশের রাজত্ব ছিল।
এই পুকুরের পানি পরিশোধন করে অভার হেড ট্যাঙ্কে তুলে শহরে খাবার পানি সরবরাহ করা হতো। রাজেন্দ্র কলেজের পাশে নতুন ট্যান্ক করার আগে ১৯৬৫ সাল পর্য্যন্ত তা চালু ছিল। (তথ্য: মোহাম্মদ ইদ্রিস)

Recent Comments