ফরিদপুরে মূল্যবান কষ্টি পাথরের বিষ্ণুমূর্তি উদ্ধার

Page Visited: 204
98 Views

ফরিদপুরের নগরকান্দা উপজেলার ডাংগি ইউনিয়নের আটাইল গ্রামে ভেকু দিয়ে পুকুর খনন করতে গিয়ে আনুমানিক ৪ থেকে ৫ মনের একটি কষ্টি পাথরের বিষ্ণু মূর্তী পাওয়া গেছে। মূর্তীটি ফরিদপুর এর নগরকান্দা থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানাগেছে। 

জানা যায়, আজ রবিবার দুপুরে আটাইল গ্রামের জহুরুল হকের জমিতে ভেকু দিয়ে পুকুর খননের কাজ চলাকালিন সময়ে মুর্তিটি উঠে আসে। পরে প্রশাসনকে খবর দিলে পুলিশ এসে মূর্তিটি উদ্ধার করে নগরকান্দা থানায় নিয়ে যায়। মূর্তিটি এক নজর দেখার জন্য সেখানে শত শত লোকের সমাগম ঘটে। ধারনা করছে পূর্বে এই এলাকায় প্রাচীন জমিদারদের বসবাস ছিলো তাই এটি তাদেরই ব্যবহৃত মূর্তি হতে পারে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ভারপ্রাপ্ত এন এম আব্দুল্লাহ আল মামুন গণমাধ্যমকে বলেন মুর্তিটি উদ্ধার করে থানা হেফাজতে রেখেছে মূল্যবান মূর্তিটি প্রত্নতত্ত্ব বিভাগের কাছে হস্তান্তর করা হবে।তারাই পরিক্ষা নিরিক্ষা করে বলতে পারবে এটি কিসের তৈরি মূর্তি।

ছবি এবং তথ্য সাজ্জাদ আহমেদ সোহাগ

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *