গত২৪ ঘন্টায় ফরিদপুরের করোনা পরিস্থিতি

Page Visited: 336
240 Views

গত ২৪ ঘন্টায় ফরিদপুর জেলা নতুন শনাক্ত রোগী সংখ্য ১৬৬ জন ,সুস্থ রোগীর সংখ্যা ৮০ জন,মৃত্যুবরণ করেছেন ৬ জন, ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতাল পিসিআর ল্যাবে গত ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষা হয়েছে ৪৩৩ টি।

উপজেলাভিত্তিক শনাক্তের তথ্য যথাক্রমে আলফাডাঙ্গা – ১৭ জন,ভাঙ্গা-২জন,বোয়ালমারী-৬জন, নগরকান্দা-১৮জন, মধুখালি-১৩জন, সদরপুর-৭জন, চরভদ্রাসন-১জন,ফরিদপুর সদর-৯৯জন,সালথা-৩জন, কোভিড ১৯ এ শনাক্ত হয়েছে।এ নিয়ে ফরিদপুর জেলায় মোট শানাক্তের সংখ্যা দাড়ালো ১৫২১৫ জন, এপর্যন্ত মোট মৃত্যুবরণ করেছে ২৮৮ জন, মৃত্যুর সংখ্যা ফরিদপুর সদর উপজেলাতেই বেশি মোট মৃত্যুবরন করেছেন ২১০ জন, ভাঙ্গা উপজেলাতে ২০ জন,বোয়ালমারীতে ১৭ জন,নগরকান্দায়৫ জন, মধুখালিতে ১০ জন, সদরপুরে ১১ জন,চরভদ্রাসনে ৪ জন, সালথায় ৫ জন আফলাডাঙ্গায় ৬জন এ পর্য্যন্ত মৃত্যুর সংখ্যা রেকর্ড করা হয়েছে। ফরিদপুর জেলায় মোট সুস্থ হয়েছে এপর্যন্ত ১২২৯৭ জন

বর্তমানে ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধিন রোগীর সংখ্যা ৪২২ জন। গত ২৪ ঘন্টায় ফরিদপুরে আক্রান্তের হার ৩৫.৮৩

You may also like...

1 Response

  1. Kazi Anik says:

    amr puro family corona +ve 😪

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *