গণপরিবহনে স্বাস্থ্যবিধি নিশ্চিত করনে জেলা প্রশাসনের কঠোর অবস্থান,জরিমানা প্রদান।
16/06/2020
Page Visited: 1153
117 Views
আজ ১৬ই জুন ২০২০ তারিখে জেলা প্রশাসক জনাব অতুল সরকারের নির্দেশনার আলোকে ফরিদপুর সদর উপজেলার বিভিন্ন স্থানে গণপরিবহেন নিয়ন্ত্রিত পরিসরে যাত্রী পরিবহন নিশ্চিতকরনে ফরিদপুর সদর উপজেলায় জেলা প্রশাসন এর মনিটরিং ও ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়েছে। উক্ত ভ্রাম্যমাণ আদালত এর নেতৃত্ব দান করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট শাহ্ মোঃ সজীব । ভ্রাম্যমাণ আদালতের মনিটরিং কার্য্যক্রম চলাকালে কয়েকটি পরিবহনে অনিয়ম পাওয়া গেলে ৩৫০০ টাকা জরিমানা করা হয় । ভ্রাম্যমাণ আদালতে আনসার ব্যাটালিয়ন সার্বিক সহয়োগীতা প্রদান করেন। করোনা ভাইরাস প্রতিরোধে জেলা প্রশাসনের কার্য্যক্রম অব্যাহত আছে নিয়মিত।
Recent Comments