আষাঢ়ে বিল
সবুজ প্রকৃতির বুকে দাঁড়িয়ে আছে ফরিদপুর জেলার সালথা উপজেলার খোয়ার গ্রাম। এই গ্রামের প্রাণ হলো মনোমুগ্ধকর সাদা শাপলার আষাঢ়ে বিল।
বর্ষার পানি এলেই বিলজুড়ে ফুটে ওঠে অসংখ্য সাদা শাপলা। যেন প্রকৃতি নিজ হাতে সাজিয়ে দিয়েছে এক স্বপ্নের রাজ্য।

খুব সকাল থেকেই আষাড়ে বিলে দেখতে পাওয়া যায় অজস্র সাদা শাপলা ফুটে আছে। যা দেখে দুচোখ জুড়িয়ে যায়। বিলের দুপারের গ্রামের সৌন্দর্য দেখে মনে হতেই পারে এ যেনো কোনও শিল্পীর রং তুলি দিয়ে আকা ছবি। ভোরবেলায় নৌকায় ভেসে চলে গ্রামের মানুষ। কেউ সংগ্রহ করছে শাপলা, কেউ বা যাচ্ছে মাছ ধরতে।গ্রামের ছেলে মেয়েদের ছোট ছোট নৌকায় করে শাপলা তুলতে দেখা যায়, বহু যুগ ধরেই এই সাদা শাপলা বিক্রি করে জিবিকা নির্বাহ করেন স্থানীয় অনেকেই। আবার অনেকে নিজের পরিবারের জন্যও সংগ্রহ করেন রান্নার সবজী হিসেবে । দরুন্ত কিশোরদের শাপলা তোলার দৃশ্য দেখে মনে পরে যেতে পারে শৈশবের কোনও স্মৃতি। আষাঢ়ে বিল সালথা উপজেলার গ্রামীণ জীবনের অংশ, আর প্রকৃতিপ্রেমীদের কাছে এক অপার সৌন্দর্যের ভান্ডার। আষাঢ়ে বিলের সৌন্দর্যের যে ছবি একবার নিজ চোখে দেখবে, তা হৃদয়ে গেঁথে থাকবে আজীবন।
ফরিদপুরকে দেখুন,ফরিদপুরকে জানুন।
ছবিঃ রোকন উদ্দিন (মডারেটর)




Recent Comments