আলীমুজ্জামান চৌধুরী
19/04/2022
Page Visited: 629
773 Views
আলীমুজ্জামান চৌধুরী
খান বাহাদুর আলিমুজ্জামান চৌধুরীবৃহত্তর ফরিদপুরের রাজবাড়ী জেলার পাংশা থানার বেলগাছিতে ১৮৬৭ সালে জন্মগ্রহণ করেন। তিনি এক নাগারে দীর্ঘ ১২ বছর ফরিদপুর জেলা বোর্ড ও ফরিদপুর পৌরসভার সভাপতি ছিলেন। আলীমুজ্জামান চৌধুরী হচ্ছেন ফরিদপুরে মুসলমানদের মধ্যে প্রথম গ্রাজুয়েট। ফরিদপুরের উন্নয়নের প্রচুর জনকল্যাণমূলক কাজ করেছেন এবং জেলার উন্নয়নের অগ্রনায়ক ছিলেন। যার নামে ফরিদপুরে আলীমুজ্জামান ব্রীজ, আলীমুজ্জামান হল, আলীমুজ্জামান সড়ক ইত্যাদি রয়েছে। তিনি ১৯৩৫ সালে মৃত্যবরণ করেন, ১৯৩৫ সালে তিনি মারা গেলে হাড়োয়াতে চিরকালীন সমাধিস্থ হন।
Recent Comments