৯ বছর পরে আজ ফরিদপুর পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে

Page Visited: 971
89 Views

দীর্ঘ ৯ বছর পরে আজ ফরিদপুর পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। সকাল থেকে শুরু করে বিকাল ৪টা পর্য্যন্ত চলবে ভোট গ্রহণ। বর্ধিত মোট ২৭টি ওয়ার্ড নিয়ে গঠিত পৌরসভা নির্বাচনে মোট প্রার্থীর সংখ্যা সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৫২ জন এবং কাউন্সিলর পদে ১৯৩ জন প্রতিদন্দ্বি করছে । ৬৬ দশমিক ৫৪ বর্গ কিলোমিটার এলাকায় মোট ২৭টি ওয়ার্ড । পৌর নির্বাচন এবার অনুষ্ঠিত হবে ইভিএম পদ্ধতির মাধ্যমে, নতুন এই পদ্ধতির সাথে পরিচিত করিয়ে দিতে প্রত্যেক কেন্দ্রে মগ ভোট বা প্রতিকি ভোট গ্রহণের মাধ্যমে প্রশিক্ষণ দেয়া হয়েছে।

নির্বাচনকে সামনে রেখে ফরিদপুরে আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীও তৎপর রয়েছেন। ২০১৯ সালের  ভোটার হালনাগাদ তালিকা অনুযায়ী বর্তমানে  ভোটারের সংখ্যা ১ লাখ ৪৮ হাজার ৩১৩ জন। যার মধ্যে  পুরুষ ভোটার রয়েছে ৭১ হাজার ৭৮৬ জন  এবং নারী ভোটার রয়েছে ৭৬ হাজার ৫৭১ জন।সর্বশেষ ২০১১ সালে ফরিদপুর পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হয়েছিলো তারপর আর দীর্ঘদিন কোনও নির্বাচন হয়নি। অনেকদিন পরে ভোট হচ্ছে তাই ফরিদপুরবাসীর মনে আনন্দ উৎসাহ বিরাজ করছে। এবার প্রবীণ প্রার্থীর পাশাপাশি এবারের নির্বাচনে নবীন প্রাথীর্র সংখ্যা বেশি । তবে সকলের প্রত্যাশা ছিলো সিটি কর্পরেশন নির্বাচন ঘোষনা দিবে যেহেতু বৃহত্তর ফরিদপুর নিয়ে পদ্মা বিভাগ ঘোষনা হয় নি তাই সিটি কর্পরোশন নির্বাচনও হচ্ছে না।

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *