শ্রী অঙ্গন জগদ্বন্ধু সুন্দরের আশ্রম
09/03/2023
Page Visited: 168
202 Views
ব্রিটিশ ভারতের মুর্শিদাবাদ জেলার ডাহাপাড়ায় ১৮৭১ সালের ২৮ এপ্রিলে জগদ্বন্ধু সুন্দর জন্মগ্রহন করেন। তখন সেখানে তার বাবার কর্মস্থল ছিলো। তার পিতার নাম: দীননাথ ন্যায়রত্ম এবং মাতার নাম: বামাসুন্দরী দেবী ,১৮৯৯ সালে জগদ্বন্ধু সুন্দর এই আশ্রমটি প্রতিষ্ঠিত করেন, ফরিদপুর গোয়ালচামট এলাকার শ্রীরামসুন্দর ও শ্রীরাম কুমারমুদিশ্রীঅঙ্গনের জমি দান করেছেন , ১৯২১ সালের ১৮ই অক্টোবর হতে আজ অবধি দিন রাত্রী ২৪ ঘন্টা কির্তন হয়ে থাকে জগদ্বন্ধু সুন্দর ১৭ই সেপ্টেম্বর ১৯২১ সালে দেহত্যাগ করেন।
স্থানটি অন্যতম একটি দর্শনীয় স্থান প্রতিদিন এখানে অসংখ্য দর্শনার্থীর আগমন ঘটে। প্রতিবছর মেলা অনুষ্ঠিত হয় যা আঙ্গিনার মেলা নামে পরিচিত। ১৯৭১ সালের ২১শে এপ্রিল ফরিদপুর জেলার ১ম শহীদ হিসেবে মৃত্যুবরণ করেন এই আঙিনায় কির্তনরত ৮জন সাধু।
Recent Comments