রিক্সাচালক পান্নু শেখ পেলো নতুন ব্যাটারি

Page Visited: 217
99 Views

প্রথমেই সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি, তারপর সেই সকল মহৎ ব্যাক্তিদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি যারা সৃষ্টিকর্তার নির্দেশে রিক্সাচালক পান্নু ভাইয়ের বিপদে এগিয়ে এসেছেন। এই বিশেষ মুহূর্তটা পান্নু ভাইকে দিয়েই সেল্ফি তুলিয়ে রাখলাম,তিনি সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন, আমরাও আপনাদের সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি

। আপনাদের সবার সহযোগিতা ছাড়া এতো অল্প সময়ে তার হাতে এই ব্যাটারি তুলে দেয়া সম্ভব ছিলো না। এখন থেকে তিনি আবারও পরিশ্রম করে হালাল উপার্জন করতে পারবেন আর এই সুযোগ যারা করে দিলেন সবাইকে আমাদের টিম #faridpurcity এর পক্ষ থেকে হাজার সালাম।গত ৬ই জুন রিক্সা চালক পান্নু ভাইয়ের রিক্সার ব্যাটারি চুরি হয়েছিলো পেজে পোস্ট দেয়ার খুবই অল্প সময়ের মধ্যে পান্নু ভাইয়ের রিক্সার জন্য ব্যাটারির ব্যবস্থা হয়েছে। বিশেষভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি স্বেচ্ছাসেবী সংগঠন আমরা করবো জয় আমাদের শুভাকাঙ্ক্ষী খোদাবক্স রোডের বাসীন্দা রাইয়ান এবং ইয়াবুর শেখ, এবং জনাব মোঃ ইয়াছিন রেজা সুজন ভাই এর প্রতি।এছাড়াও কৃতজ্ঞতা জানাচ্ছি মোঃ জিলানী,ফরিদপুর পৌরসভার সহযোগী প্রকৌশলী জনাব শিমুল দাস, গ্রুপের সকল কন্ট্রিবিউটার এবং নাম না জানা আপনাদের সবাইকে যারা দূর দুরান্ত থেকে যার যার সামর্থ্য অনুযায়ী সাহায্য পাঠিয়েছেন। এই কৃতিত্ব সম্পূর্ণ আপনাদের আমরা শুধু দায়িত্ব পালন করেছি মাত্র। আরও বিস্তারিত নিয়ে আগামীকাল একটি লাইভে আসার চেষ্টা করবো আমরা সাথে থাকবে পান্নু ভাই।

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *