মেছের শাহ্
13/03/2023
Page Visited: 130
129 Views
।
লালন সম-সাময়িক ফরিদপুরের অন্যতম বাউল ও মরমী সাধক মেছের শাহ্ ফরিদপুর জেলার নগরকান্দা থানার মাসাউজান গ্রামে জন্মগ্রহণ করেন। এ পর্যন্ত ফরিদপুর জেলার প্রাপ্ত তথ্যানুযায়ী তিনিই এ জেলার সবচেয়ে প্রাচীনতম বাউল ও মরমী সাধক। তার অন্যতম শ্রেষ্ঠ গ্রন্থ ‘সত্য ধর্মে মারফতে ইসলাম।’ আনেচ আলী চিশতি তার একমাত্র পুত্র। তিনিও একজন মরমী সাধক ছিলেন। নগরকান্দা থানার রসুলপুর বাজারের পাশে তার সমাধি রয়েছে।
Recent Comments