মধুখালি উপজেলায় মানবতার দেয়াল ফরিদপুর সিটি অর্গানাইজেশন এর উদ্যোগে

Page Visited: 216
84 Views
মধুখালি উপজেলায় ১০ই নভেম্বর চালু হলো ফরিদপুর সিটি অর্গানাইজেশনের মানবতার দেয়াল।
স্থান মধুখালি রেলগেট, মধুখালি উপজেলার সকলের প্রতি অনুরোধ জানাচ্ছি আপনাদের অপ্রয়োজনীয় বস্ত্র, জামা,কাপড়, আমাদের এই মানবতার দেয়ালে রেখে আসবেন যেনো অসহায় মানুষগুলো তাদের প্রয়োজনে এসব বস্ত্র নিয়ে যেতে পারে।
আজকের এই কার্যক্রম সফল করতে আমাদের মধুখালি উপজেলা ইউনিয়ন ভিত্তিক টিমের সদস্যদের আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। সেই সাথে কৃতজ্ঞতা জানাচ্ছি সেসকল ভাই বোনের প্রতি যারা আমাদের ডাকে সারা দিয়ে তাদের অপ্রয়োজনীয় বস্ত্রগুলো দিয়ে সহযোগিতা করেছেন। আমাদের এই কার্যক্রম ফরিদপুর এর বিভিন্ন উপজেলায় চলমান। মধুখালি উপজেলা ভিত্তিক টিম থেকে যারা উপস্থিত থেকে কাজটি সম্পন্ন করেছে তারা হলো পলাশ শেখ (মেঘচামী ইউনিয়ন) মোঃ রাজ,( জাহাপুর ইউনিয়ন) আকাশ মজুমদার, (মেঘচামী ইউনিয়ন) সোলাইমান ইসলাম (রায়পুর ইউনিয়ন)
আরও ধন্যবাদ জানাচ্ছি ফরিদপুর সদর উপজেলার কন্ট্রিবিউটর জুবায়ের হোসেন এর প্রতি, মডারেটর সালমান রহমান পিয়াল এর প্রতি।

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *