বোয়ালমারী উপজেলায় মানবতার দেয়াল ফরিদপুর সিটি অর্গানাইজেশন এর উদ্যোগে

Page Visited: 209
86 Views
১৪ই নভেম্বর বোয়ালমারী উপজেলায় মানবতার দেয়াল স্থাপন করা হয়েছে।
আপনার অপ্রয়োজনীয় পোশাক রেখে যান।
আপনার প্রয়োজনীয় পোশাক নিয়ে যান।
আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি বোয়ালমারী উপজেলার ইউনিয়ন ভিত্তিক সদস্য Md Anik ভাই এবং ফরিদপুর সদর উপজেলার মডারেটর Rony Ghosh Rokon Uddin এর প্রতি।
সেই সাথে আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি আপনাদের প্রতি যারা আপনাদের অপ্রয়োজনীয় পোশাকগুলো আমাদের এই মানবতার দেয়ালের জন্য পৌছে দিয়েছেন।
তবে আমাদের এই কার্যক্রমের জন্য আরও ব্যবহৃত পোশাক প্রয়োজন খুব শীঘ্রই নগরকান্দা উপজেলাও শুরু করছি এই মানবতার দেয়াল এর কার্যক্রম।
আশাকরি সকলেই সহযোগীতা করবেন, নিজ নিজ উপজেলার বন্ধুরা এগিয়ে আসুন এই কার্যক্রমে।

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *