বীর শ্রেষ্ঠ ল্যান্স নায়েক মুন্সি আব্দুর রউফ

Page Visited: 115
94 Views

দেশের ৭জন বীরশ্রেষ্ঠের একজন হচ্ছেন বীর শ্রেষ্ঠ ল্যান্স নায়েক মুন্সি আব্দুর রউফ। আমরা ভীষণভাবে গর্বীত এই বীর সন্তানের জন্য। মহান মুক্তিযুদ্ধে তার অবদান চীর স্মরণীয় হয়ে আছে বাঙ্গালীর হৃদয়ে। তার জন্ম ১৯৪৩ সালের ৮ মে ফরিদপুর এর মধুখালি উপজেলার  সালামতপুর গ্রামে যা বর্তমানে রউফনগর নামে নামকরণ করা হয়েছে। তার বাবার নাম মুন্সি মেহেদি হাসান তিনি ছিলেন স্থানীয় মসজিদের একজন ইমাম এবং তারা মা এর নাম মুকিদুন্নেসা।  মুন্সি আব্দুর রউফ তার বাবার মৃত্যুর পরে ১৯৬৩ সালের ৮ মে   ইস্ট পাকিস্তান রাইফেলসে যোগ দেন। মুক্তিযদ্ধের সময় তিনি ইস্টবেঙ্গল রেজিমেন্টে যোগদান করেছিলেন। তিনি ৮ই এপ্রিলে শাহাদাৎ বরণ করেন। তার কবর রাঙামাটির নানিয়ার চরে অবস্থিত।

তার স্মরণে একটি মিউজিয়াম গড়ে তোলা হয়েছে তবে তার বাড়ি যাবার পথটি ভীষন ভগ্ন দশায় পরিণত যেটা কেউ মেনে নিতে পারছে না । একজন জাতীয় বীর এর  বাড়ির পথ কেনো এমন হবে।

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *