নগরকান্দায় স্কুল মাঠে বাজার
12/04/2020
Page Visited: 1129
131 Views
নগরকান্দা উপজেলায় ব্যাতিক্রমী বাজার
ফরিদপুর নগরকান্দা উপজেলায় চলছে অভিনব উদ্যোগে বাজার প্রক্রিয়া। নগরকান্দার এম এন একাডেমির মাঠে এই বাজার ব্যবস্থা পরিচালিত হচ্ছে, সারা বিশ্ব ব্যাপী করোনা ভাইরাসের কারনে নিরাপদ দুরুত্ব বজায় থাকাটা জরুরী আবার বাজার করাও একটা পরিবারের জন্য জরুরী এমতাবস্থায় নগরকান্দার উপজেলা প্রশাসন কর্তৃৃক এই ব্যাতিক্রমী উদ্যোগ সাড়া ফেলেছে । তবে অসচেতন জনগন বাজার করতে এসে অতিরিক্ত সময় ব্যয় করছেন যার জন্য উপজেলা সহকারী কমিশনার ভুমি জনাব আহসান মাহমুদ রাসেল এর নেতৃত্বে আজ চলে সচেতনতামুলক কার্যক্রম।
Recent Comments