জমে উঠেছে এবারের ফাইন আর্ট সোসাইটির উদ্যোগে চারুকলা প্রদর্শনী।
25/12/2021
Page Visited: 295
182 Views
ফরিদপুর ফাইন আর্টস সোসাইটির ART EXPOSITION 2021
খুবই চমৎকার একটি এক্সিবিশন নতুন ভবন নুতন গ্যালারীতে জমে উঠেছে এবারের ফাইন আর্ট সোসাইটির উদ্যোগ এ চারুকলা প্রদর্শনী। উক্ত প্রদর্শনী উদ্বোধন করেন ফরিদপুরের মাননীয় জেলা প্রশাসক জনাব অতুল সরকার।
স্বাধীনতার ৫০ বছর উপলক্ষ্যে ২৫ ডিসেম্বর থেকে ২৯ ডিসেম্বর ২০২১ পর্যন্ত ফরিদপুর ফাইন আর্টস সোসাইটির উদ্যোগে চারুকলা প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। শিল্পচর্চাকে উৎসাহিত করতে আমাদের সকলকে এগিয়ে আসতে হবে ফরিদপুরের গুনি শিল্পীদের চিত্রকর্মগুলো স্থান পেয়েছে এই এক্সিবিশনে সকলের পদচারনায় মুখরিত হলে চিত্রশিল্পীগণ অনুপ্রাণিত হবে এমন আয়োজন করতে। ফাইন আর্টস এর ২য় আয়োজন এটি চলবে ২৯ ডিসেম্বর পর্যন্ত। চিত্রকর্মের পাশাপাশি স্থান পেয়েছে টেরাকোটার কাজ,
প্রদর্শনী শুরু হয়েছে আজ ২৫ ডিসেম্বর ২০২১ সকাল ১০.৩০ মিনিট থেকে, চলবে ২৯ ডিসেম্বর পর্যন্ত।
স্থানঃ শিশু একাডেমী ভবন, রাজেন্দ্র কলেজ ডিগ্রী শাখার দক্ষিণপার্শে ।
প্রদর্শনী প্রতিদিন সকাল ১১ টা থেকে সন্ধ্যা ৮টা পর্যন্ত খোলা থাকবে। উক্ত অনুষ্ঠানে আপনার উপস্থিতি আমাদের আয়োজনকে পরিপূর্ণ করবে।
ধন্যবাদান্তে- ফরিদপুর ফাইন আর্টস সোসাইটি। FARIDPUR FINE ARTS SOCIETY।
Recent Comments