এস এন কিউ জুলফিকার আলী
14/03/2023
Page Visited: 470
585 Views
এস, এন, কিউ, জুলফিকার আলী নছরু ফরিদপুর জেলার ভাংগা থানার কুঠিবাড়ী গ্রামে ১৯০১ সালের ১ অক্টোবর জন্মগ্রহণ করেন। কোলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে ফরিদপুর রাজেন্দ্র বিশ্ববিদ্যালয় কলেজ ১ম শ্রেণী স্নাতক সম্মান ডিগ্রী লাভ করেন, পরে লন্ডন থেকে উচ্চ শিক্ষা লাভ করেন ঢাকা শিক্ষক প্রশিক্ষক কলেজে চাকরীতে যোগদানের মধ্য দিয়ে কর্মজীবন শুরু করেন। পরে শিক্ষা ইন্সষ্টিটিউটের কো-ডাইরেক্টর হওয়ার পর অবসর গ্রহণ করেন। অবসরে বাংলা একাডেমী স্পেশাল অফিসার হিসাবে যোগদান করেন। ইংরেজীতে বেশ কয়েকটি বই রচনা করেছেন। ইংরেজী দৈনিক অবজারভারে এ্যাসট্রিক ছদ্ম নামে ‘এ্যাজ আই সি ইট’ শীর্ষক কলাম লিখতেন। জাতীয় শিক্ষা কমিশনের সদস্য হিসাবে বাংলা ও ইংরেজী বিষয়ে পাঠ্যক্রম প্রণয়ন করেন। তিনি একজন খ্যাতি সম্পন্ন সু-সাহিত্যিক ছিলেন।
Recent Comments