ঈশান গোপালপুর গণহত্যা দিবস

Page Visited: 155
88 Views

আজ ফরিদপুরের ইতিহাসে একটি নির্মম কালো অধ্যায় এই দিনে ফরিদপুর সদর উপজেলার ঈশানগোপালপুর ইউনিয়নে অবস্থিত জমিদার রায় সাহেব ঈশান চন্দ্র সরকারের বাড়িতে ঘটেছিলো নির্মম গণহত্যা।১৯৭১ সালের ২ রা মে ফরিদপুর সদর উপজেলার জমিদার রায় সাহেব ঈশান চন্দ্র সরকারের বাড়িতে পাকিস্তানি বাহিনী এক নারকীয় হত্যাযজ্ঞ ঘটিয়েছিলো। জমিদার বাড়িতে আশ্রয় নেয়া ২৮জন ব্যাক্তিকে  এক এক করে হত্যা করায় সেদিন। ২০১০ সালে জমিদারি বাড়িতে একটি স্মৃতিফলক নির্মান করেছিলো বর্তমানে বাংলাদেশ সরকারের অর্থায়নে ফরিদপুর জেলা প্রশাসন স্মৃতিস্তম্ভ নির্মান করেছে। গণহত্যায়  যারা শহীদ হয়েছিলেন তারা হলেন:

আশুতোষ সরকার (ফটিক বাবু) ঈশানগোপালপুর

যোগেশ চন্দ্র ঘোষ (”)

গৌর গোপাল ঘোষ (”)

সমরেন্দ্র নাথ ঘোষ (বাবলু) (”)

বাদল সরকার (”)

বাদল গোস্বামী (”)

যাদব চন্দ্র বিশ্বাস (”)

দয়াল চন্দ্র দাস (”)

মন্টু চন্দ্র দাস (”)

দুখীরাম দাস (”)

মনীন্দ্র নাথ সিকদার (”)

সন্তোষ চন্দ্র দাস  (”)

তারকশ্বের গাঙ্গুলী (গোয়ালচামট)

পার্থ সারথী গাঙ্গুলী  (”)

অশ্রু গাঙ্গুলী (”)

হরিদাস সাহা (শোভারামপুর)

উমেশচন্দ্র সরকার (”)

গনেশ চন্দ্র সাহা (”)

মুকুন্দ বিশ্বাস (”)

বটা চন্দ্র বিশ্বাস (”)

কালা চাঁদ বৈরাগী (”)

স্বদেশ সাহা (রাজবাড়ী)

বিমল চন্দ্র সাহা ( চাদপুর )

বিষ্ণু ঠাকুর ( ঠিকানা জানা নেই)

এবং নাম না জানা আরও ৪জন

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *