অপূর্ব ঘরোয়া বাগান
07/08/2023
Page Visited: 107
111 Views
অপূর্ব ঘরোয়া বাগান।
বাড়ির সর্বত্র যার প্রকৃতির ছোয়া ঘরের ভেতর বাহির এবং ছাদ সর্বত্র ছোট বড় বাহারি ধরনের বৃক্ষরাজী দিয়ে সাজিয়েছেন তিনি।
যার কথা বলছিলাম তিনি হচ্ছেন একজন সাংস্কৃতিক কর্মী,প্রকৃতি প্রেমী,এবং গণমাধ্যম কর্মী জনাব অপূর্ব অসীম। ফরিদপুর সদর উপজেলার টেপাখোলার স্থায়ী বাসিন্দা তিনি। তার নিজ বাড়ির ছাদেই গড়ে তুলেছেন ছাদ বাগান। শুরুটা শখের বসে হলেও বানিজ্যিকভাবেও তার পরিকল্পনা রয়েছে। সারাও পাচ্ছেন প্রচুর, তার শৈল্পীক ছোয়ায় ছাদ বাগান হয়ে উঠেছে একটি ক্যানভাস যেখানে অধিকাংশ সময় পার করেন তিনি।
এয়ারপ্লান্ট, অস্ট্রেলিয়ান মস,ক্যাকটাস,এডেনিয়াম উল্লেখযোগ্য গাছ রয়েছে তার সংগ্রহে প্রায় ২হাজার ক্যাকটাস রয়েছে।
আমাদের ফরিদপুর শহরে বহু বাসা বাড়ির ছাদে এখন গড়ে উঠছে ছাদ বাগান আগে শুধুমাত্র ফুলের গাছ শোভা পেলেও বর্তমানে ফল এবং সবজীর চাষাবাদ করতেও দেখা যাচ্ছে। এসব ফল গাছ থেকে তারা তাদের নিজেদের পরিবারের চাহিদা মেটাচ্ছেন এবং প্রতিবেশীদের মাঝে বিতরনও করছেন। কেউ বা আবার বানিজ্যিক চাষাবাদেরও পরিকল্পনা করছেন। সকল সম্ভাবনাকে আমরা আপনাদের মাঝে তুলে ধরছি যেনো আপনিও ছাদ কৃষি বা ছাদ বাগানে উৎসাহি হতে পারেন। অপূর্ব ঘরোয়া বাগানটি সৌখিন বাগিনের জন্য বিশেষ গুরুত্ব রাখবে কারন এখানে রয়েছে বেশ কয়েক প্রজাতির ক্যাকটাস জাতীয় গাছ যা অনেকেরই আগ্রহের বিষয়। এছাড়াও ভিন্ন কিছু এয়ার প্লান্ট রয়েছে এই বাগানে। ছাদটি খুব বেশি বড় না হলেও গাছের সংখ্যাটি কিন্তু কম না সেতুলনায়। জনাব অপূর্ব অসীম বলেন যায়গা কোনও বিষয় না ইচ্ছাটাই আসল বিষয়। টিম ফরিদপুর সিটি তার ছাদ বাগান পরিদর্শনে গিয়েছিলো। ছাদ বাগান নিয়ে এই আয়োজন এর উদ্দেশ্য হচ্ছে ছাদবাগানে সকলকে উৎসাহিত করা। তাহলে আমাদের ফরিদপুর শহরটি সবুজে ভোরে উঠবে। অপুর্ব ঘরোয়া বাগান কোনো পরামর্শ পেতে চাইলে তার সাথে যোগাযোগ করতে পারেন এই নাম্বারে 01718001189 (অপূর্ব অসীম)
Recent Comments