৪ ছাত্রের স্বপ্ন রাস্তার পাশের খাদে ফেলে দিলো কে বা কারা?

Page Visited: 1307
183 Views

০২-০৯-২০২০ তারিখে চারজন ছাত্র মোঃ রোমান আহমেদ উল্লাস,আহমেদ শাকিল,যায়েদ শাহনেওয়াজ,এ কে আজাদ মিলে নগরকান্দা উপজেলা ফায়ার সার্ভিসের পাশে একটা ফুড কার্ট বসিয়েছিলো। আল্লাহর রহমতে তাদের ছোট্ট ব্যাবসাটি ভালই চলছিলো এই ক দিন। কিছু দিন যেতে তারা তাদের ছোট্ট ফুড কার্ট নিয়ে আরও স্বপ্ন আকতে থাকেন মনের ভেতর কিন্তু গতকাল ২২ – ১০- ২০২০ তারিখ রাতে কে বা কারা যেন সে স্বপ্নের ফুড কার্টটিকে খাদে ফেলে দিয়েছে।

ব্যক্তিগত বা ব্যবসায়িক দিক দিয়ে তাদের সাথে কারও বিরোধ নেই যারা এই কাজ করতে পারে। তারা জানে না এই দুর্বৃত্তের দ্বারা কৃত জঘন্য এই কাজের বিচার তারা পাবে কি না!? কয়েকজন ছাত্রের সামান্য এটুকু প্রয়াসকে হয়তো কেউ মেনে নিতে পারছে না। এই মেনে নিতে না পারাটা যে কতবড় হীনমানসিকতার পরিচায়ক তা আর বলার উপেক্ষা রাখে না। শুধু এটুকুই বলা তাদের, নগরকান্দা নিয়ে,নগরকান্দার মানুষদের নিয়ে অনেক স্বপ্ন দেখতো তারা, তারা চেয়েছিলো নগরকান্দাবাসীকে ভালো কিছু দিতে, কিন্তু কেউ হয়তো এই ভালো চায় না। সকলের কাছে প্রশ্ন কিছু মানুষের ঈর্ষাপরায়ণ হওয়ার জন্যে কয়েকজন সাধারণ ছাত্রের স্বপ্ন এভাবে ভেঙে দেওয়া টা কত জঘণ্য কাজ? অনেক শ্রম দিয়ে এই ৪জন ছাত্র ফুড কার্টটি গড়ে তুলেছিলো আজ তাদের চোখের সামনে সেই স্বপ্নটি পরে থাকতে দেখে তারা আজ হতাশাগ্রস্থ । তারা প্রশাসনের নিকট বিচার দাবি করছে

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *