হঠাৎ ফেসবুক লগআউট
05/03/2024
Page Visited: 600
849 Views
হঠাৎ ফেসবুক আইডি লগআউট সমগ্র বিশ্বে।
বাংলাদেশসহ বিশ্বের অনেক দেশের ব্যবহারকারীরা ফেসবুকে লগইন করতে পারছেন না বলে জানা গেছে কারিগরিত্রুটির কারনে সমস্যাটি হচ্ছে। অনেকে ভয় পেয়ে ভাবছেন আপনার ফেসবুক একাউন্টটি হয়তো হ্যাক হয়েছে। কিন্তু বিষয়টি তেমন কিছুই না কারিগরি ত্রুটির কারনে ফেসবুক,ইন্টাগ্রামের ইউজারদের আইডি লগআউট হয়েছে। প্রযুক্তি ওয়েবসাইট ডাউন ডিটেক্টরও ফেসবুক ব্যবহারে সমস্যার কথা নিশ্চিত করেছে।



Recent Comments