শৈশবে ফিরে যেতে ফরিদপুরে ঘুড়ি-ফানুস উৎসব
শুক্রবার (২৬ জানুয়ারি) ফরিদপুর শহরের অদুরে ধলার মোড়ে পদ্মা নদীর পাড়ে আবহমান বাংলার ঐতিহ্য ঘুড়ি উৎসবের আয়োজন করা হয়। ‘চলো হারাই শৈশবে’ স্লোগানকে সামনে রেখে ফরিদপুর সিটি অর্গানাইজেশন ”পেপারটেক ইন্ডাস্ট্রিজ লিঃ ৭ম ঘুড়ি উৎসবের” আয়োজন করে।
অনুষ্ঠান উদ্বোধন করেন ফরিদপুরের জেলা প্রশাসক মোঃ কামরুল আহসান তালুকদার। উক্ত আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ কামরুল আহসান তালুকদার পি এ এ, মাননীয় জেলা প্রশাসক ফরিদপুর,। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ মোর্শেদ আলম পি পি এম, মাননীয় পুলিশ সুপার ফরিদপুর। এছাড়াও উপস্থিত ছিলেন জনাব মোঃ মেহেদী হাসান মিন্টু, ৫নং ডিক্রীরচর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান। আরও উপস্থিত ছিলেন ৭ম ঘুড়ি উৎসবের প্রধান পৃষ্ঠপোষক পেপারটেক ইন্ডাস্ট্রিজ লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক জনাব আমির ইউসুফ।
এবারের আয়োজনে প্রধান পৃষ্ঠপোষক হিসাবে Papertech Industries Ltd এছারাও সহযোগী পৃষ্ঠপোষকতায় ছিলোঃ Fustan Emporium Ltd, Abloom Cafeteria ,New Star kabab restaurant, National Health
বিকেলে ঘুড়ি ওড়ানোর পাশাপাশি সন্ধ্যায় ফানুস ওড়ানো হয়।
Recent Comments