শাহ্ ফরিদ জামে মসজিদ
09/03/2023
Page Visited: 558
683 Views
ফরিদপুর সদর উপজেলার জিরো পয়েন্টে অবস্থিত শাহ্ ফরিদ জামে মসজিদ। ফরিদপুর যার নামানুসারে প্রখ্যাত সুফি সাধক শাহ শেখ ফরিদুদ্দিনের নামানুসারে ফরিদপুর জেলার নামকরন করা হয় এবং তার নামে ১৯৬২ সালে মওলানা আতাউর রহমান তৎকালীন জেলা প্রশাসক জনাব মো: ইদ্রিসের সহায়তায় শাহ ফরিদ জামে মসজিদটি নির্মান করা হয় । শুরুতে মসজিদটি টিনের তৈরি মসজিদ ঘর ছিল। পরবর্তীতে সেখানে গড়ে উঠেছে তিনতলা বিশিষ্ট মসজিদটি। মসজিদে একটি দৃষ্টিনন্দন গোম্বুজ রয়েছে।
Recent Comments