রেলস্টেশন ফরিদপুর
09/03/2023
          Page Visited: 672
						
						
					
			
						
				
									
				
					
		
					
		 
				
		
		
	          
        
        
        
         816 Views
		
ফরিদপুর রেলওয়ে স্টেশন ১৮৯৯ সালে তৈরি করা হয়। কংগ্রেস সভাপতি অম্বিকাচরণ মজুমদারের ঐকান্তিক প্রচেষ্টায় এই রেল স্টেশনটি চালু হয়। রাজবাড়ি হতে ফরিদপুর পর্যন্ত এই পথটি পুখুরিয়া পর্যন্ত চলাচল করতো। তবে লোকসানের অজুহাতে ১৯৯৭ সালে বন্ধ করে দেওয়া হয়। পরবর্তীতে  ২০১০ সালে নতুন করে প্রায় ৯০ কোটি টাকা ব্যায়ে  নির্মাণের কাজ শুরু হয়, কাজ শেষ হয় ২০১৪ সালে ১৭ বছর পর আবার এই পথে রেল যোগাযোগ শুরু হয়।




Recent Comments