রায় বাড়ি

Page Visited: 325
389 Views

ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার রায়পাড়া গ্রামে অবস্থিত এই রায় বাড়ি। রায় বাড়ি ফরিদপুর এর ইতিহাসে এক বিস্ময়। বাড়ির যতো ভেতরে প্রবেশ করেছি ততই অবাক হয়েছি। এ যেনো ফরিদপুর জেলার মধ্যে এক আলাদা সাম্রাজ্য। রায় বাড়ির নাম অনুসারেই এই গ্রামের নাম রায় পাড়া। বর্তমানে আনুমানিক প্রায় পনেরো থেকে বিশটি স্থাপনার অস্তিত্ব লক্ষ্য করা যায়। রায় বাড়িতে অসংখ্য অট্টালিকা, একাধিক মন্দির এর উপস্থিতি রয়েছে ।

এক একটি অট্টালিকা এক এক রকম সৌন্দর্য বহন করছে। প্রবেশ পথেই নজরে পরবে নজরকাড়া চারটি অট্টালিকা। তাকিয়ে থাকতে ইচ্ছে করবে এসব অট্টালিকার কারুকার্য দেখে। একটা বিষয় লক্ষ্য করেছি আমরা, বেশ কিছু বাড়ি ভূমি থেকে বেশ খানিকটা উচুতে নির্মান করা হয়েছে। জানা যায় প্রবেশ পথে চারটি ভবন চার ভাইকে নির্মান করে দেয়া হয়েছিলো। তবে তার আগে বড় ভাইকে ভেতরে অবস্থিত একটি ভবন নির্মান করে দেয়া হয়েছিলো। পরবর্তীতে চারটি অট্টালিকা চার ভাইকে নির্মান করে দেয়া হয় বলে জানা যায়। প্রত্যেকটি বাড়িই আলাদা সৌন্দর্য বহন করে।

আমরা শুধু তাকিয়ে দেখছি আর ভাবছি শতবছর আগে কি দক্ষ কারিগর আনা হয়েছিলো এসবঅট্টালিকা নির্মাণের জন্য।তবে কোন বাড়িটি কত সালে নির্মান করা হয়েছে এমন কোনও ফলক আমাদের চোখে পরেনি। কিছুটা ভেতরে প্রবেশ করলে নজরে পড়বে বিভিন্ন রকমের আরও স্থাপনা। কোন বাড়িতে কে বসবাস করতেন জানার সুযোগ হয়নি।অধিকাংশ অট্টালিকা দ্বিতল বিশিষ্ট। তবে একতলা একটি ভবন দেখে অনেকটা কাছারি ঘরের মতো মনে হলো। জরা জীর্ণ অবস্থায় দাড়িয়ে আছে ধবংসের অপেক্ষায়। অভ্যন্তরে তিনটি মন্দিরও চোখে পরবে। দেখে মনে হচ্ছে কোনওটি দেরশো বছর। কোনটি আনুমানিক চারশত বছরের প্রাচীন মন্দীর । একটা সময় রায় বাড়ির জৌলুস ছড়িয়ে ছিলো অত্র অঞ্চলেতবে আজ এসব স্থাপনা ধবংসের পথে। কোন স্থাপনায় প্রকৃতি যায়গা করে নিয়েছে।

আবার কোন কোন স্থাপনায় বসবাস করছেন কেউ কেউ। তবে যত্নের অভাবে আজ রায় বাড়ির অসংখ্য স্থাপনার বেহাল অবস্থা। দু একজন সংস্কার কাজ করে বসবাস করলেও অধিকাংশ অট্টালিকাই ধবংসের দ্বারপ্রান্তে। অনেক স্থাপনা কালের বিবর্তনে মিশে গেছে অনেক আগেই যার অস্তিত্ব বোঝা দায়। রায় বাড়ির এই সাম্রাজ্য সত্যিই আমাদের মুগ্ধ করেছে সেই সাথেমর্মাহত করেছে।

এতো দারুন সব নান্দনিক অট্টালিকা শুধুমাত্র যত্নের অভাবে আজ তার সৌন্দর্য হারিয়েছে। একটা সময় কত শত মানুষের বসবাস ছিলো এই প্রাঙ্গনে। হাসি,কান্না, কত শত আয়োজনে মেতে উঠতো রায় বাড়ির প্রাঙ্গন। যা আজ কেবলই ইতিহাস। রায় বাড়ি ফরিদপুরের ইতিহাসে এক অনন্য নিদর্শণ যার ইতিহাস আমাদের অজানাই রয়ে গেলো।

ফরিদপুরকে দেখুন, ফরিদপুরকে জানুন।

ভিডিও দেখতেঃ https://fb.watch/DR0w3o3Ert/

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *