মাস্ক ব্যবহার না করায় কানাইপুরে ২০জনকে জরিমানা ভ্রাম্যমান আদলতের।

Page Visited: 1172
147 Views
মাস্ক ব্যবহার না করায় কানাইপুরে ২০জনকে জরিমানা ভ্রাম্যমান আদলতের।
আজ ১৮ই জুন ২০২০ তারিখে ফরিদপুর সদর উপজেলার শিল্প এলাকা কানাইপুরে জেলা প্রশাসক জনাব অতুল সরকারের দিক নির্দেশনায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট শাহ্‌ মোঃ সজীব । এসময় মাস্ক ব্যবহার না করায় ২০জনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত সেই সাথে সরকারি আদেশ অমান্য করে দোকান খোলা রাখায় কিছু দোকান মালিককে জরিমানাও করা হয়েছে। এই অভিযানে বরাবরের মতো সার্বিক সহযোগিতা করেছেন আনসার ব্যাটিলিয়ান।
জানায় যায় ফরিদপুরে করোনা প্রাদুর্ভাব অত্যাধিক বৃদ্ধি পাওয়ায় জেলা প্রশাসন থেকেও কঠোর অবস্থান গ্রহণ করা হয়েছে । অঞ্চল ভেদে লকডাউনের পাশাপাশি ভ্রাম্যমান আদালতের অভিযানও জোরদার করা হয়েছে। ফরিদপুর জেলা প্রশাসন স্বাস্থ্যবিধির ওপর গুরত্ব দিয়ে নিয়মিত ভ্রাম্যমান আদালত পরিচালনা করছেন । ফরিদপুরে করোনা ভাইরাসের সংক্রমন দ্রুত বৃদ্ধি পাওয়া নতুন নতুন নির্দেশনাও প্রদান করা হচ্ছে।

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *