মধুখালির ধোপাডাঙ্গা বিলে লাল শাপলা শোভা ছড়াচ্ছে
03/10/2021
ফরিদপুরের মধুখালি উপজেলার ধোপাডাঙ্গা শাপলা বিলে শোভা ছরাচ্ছে লাল শাপলা ফুল। আজ রবিবার সকালে ফরিদপুর সিটি পেজ এবং ফরিদপুর লাইভ গ্রুপের মডারেটর সজিব মোল্লা সরেজমিনে গিয়েছে সে চিত্র তুলে এনেছেন ।
জানা গেছে এবছর শাপলা ফুল কম ফুটেছে প্রচুর কস্তুরীর কারনে শাপলার বিস্তার তেমন ঘটেনি। স্থানীয় প্রশাসন যদি লাল শাপলা বিলের দিকে একটু নজর দিতো তাহলে হয়তো আমাদের ফরিদপুরে বরিশালের উজিরপুরের সাতলার মতোই পর্যটকদের আনাগোনা ঘটতো। একটি স্থানের প্রাকৃতিক সৌন্দর্য্য সেই স্থানকে পরিচিত করিয়ে দেয় সেই সাথে দর্শনার্থীদের আনাগোনার কারনে অর্থনৈতিক পরিবর্তনও ঘটে । গড়ে ওঠে ভ্রাম্যমান ক্ষুদ্র ব্যবসায় যা থেকে লাভোবান হতে পারতো স্থানীয় দরীদ্র জনগন।
শাপলার সৌন্দর্য দেখতে হলে অবশ্যই আপনাকে খুব সকালে যেতে হবে তাহলে ফুটন্ত লাল শাপলার দেখা মিলবে। যেভাবে যাবেন ধোপাডাঙ্গা শাপলা বিলে ১মে মধুখালী বাজার আসতে হবে। মধুখালী থেকে রামদিয়া হয়ে শ্রীরামপুর মোল্লাডাঙ্গী গাবুরদিয়া ।৫কিমি মধুখালী থেকে
যেভাবে যাবেন ফরিদপুর থেকে সরাসরি মধুখালি বাজার চলে যাবেন বাজারের ভেতর দিয়ে সোজা চলে যাবেন মধুখালি থানার সামনে , থানার ঠিক উল্টো দিকেই (পশ্চিমদিকে) পাকা রাস্তা চলে গেছে গাবুর দিয়া গ্রামের দিকে থানা থেকে প্রায় ৫ কিলোমিটার ভেতরে বিলের অবস্থান। সোজা গিয়ে রামদিয়া বটতলার বাম দিকে রাস্তা দিয়ে চলে যাবেন সোজা, তারপর আসতে হবে শ্রীরামপুর বটতলা সেখান থেকে ডান দিকে সোজা ইটের রাস্তা দিয়ে মোল্লাডাঙ্গা গাবুরদিয়া চলে যাবেন যেতে যেতে জিজ্ঞাসা করবেন গাবুরদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রাস্তার দিকে বিদ্যালয়ের সাথেই বিল, বললেই হবে গাবুর দিয়ে বিলে যাবো কোন পথে দেখিয়ে দিবে তবে বেশ ভেতরে ধৈর্য্য নিয়ে এগিয়ে যেতে হবে ।
মধুখালি বাজারে ইজিবাইক,ভ্যান ভাড়া পাওয়া যায় রিজার্ভ করতে পারেন বিস্তারিত জানতে পারেন স্থানীয় প্রতিনিধির সাথে 01846066392 Goutom Biswas তাকে বললেই হবে ফরিদপুর সিটি পেইজ থেকে নাম্বারটি পেয়েছেন বিলে যেতে সহযোগীতা প্রয়োজন।তিনি আন্তরিকতার সাথে সহযোগীতা করবেন আশাকরি।
Recent Comments