বাইশরশি জমিদার বাড়ি হতে পারে অন্যতম দর্শনীয় স্থান

Page Visited: 633
178 Views

জমিদারি প্রথার অন্যতম নিদর্শন আমাদের ফরিদপুরের এই বাইশরশি জমিদার বাড়ি। তবে বাড়িটির বর্তমান অবস্থা একেবারেই বেহাল ইতিহাসের সাক্ষি হয়ে দাড়িয়ে আছে এখনও রক্ষনাবেক্ষণের অভাবে বাড়িটি আজ প্রায় ধবংসের দারপ্রান্তে। তবে ফরিদপুরের সকল সেচ্ছাসেবীরা ঐক্যবদ্ধ হয়েছে বাড়িটিকে তার জৌলুস ফিরিয়ে দিতে ।

পর্যটনের অপার সম্ভাবনা বাইশরশি জমিদার বাড়ি সংস্কার সংরক্ষণ করলে বাড়িটির জৌলুস ফিরে আসবে জরাজীর্ণ অবস্থা তবুও হাজার হাজার দর্শনার্থীরা ঘুরতে আসেন এখানে ।সংস্কার করা হলে দর্শনার্থীর সংখ্যাও বৃদ্ধি পাবে বহুগুণ বাড়িটিকে ঘিরে গড়ো তোলা সম্ভব পর্যটন কেন্দ্র । নিকটেই তৈরী হবে বঙ্গবন্ধু মান মন্দির যা দেখার জন্য সমগ্র দেশের পাশাপাশি দেশের বাইরে থেকেও হাজার হাজার পর্যটকের ভীর হবে এই মান মন্দীরে যখন সকলে জানতে পারবে পাশেই এতো সুন্দর একটি জমিদার বাড়িও আছে তখন এই বাড়িটি দেখার জন্য অনেকেই ছুটে আসবে বাইশরশি জমিদার বাড়িতেও ।ভাবা যায় কি হতে পারে এই অঞ্চলটি?ফরিদপুরবাসীর জন্য অত্যন্ত গর্বের একটা বিষয় হবে যখন এমনটা হবে। তবে তার আগে অবশ্যই এই বাড়িটি রক্ষা করা প্রয়োজন বাড়িটি সংস্কার এবং সংরক্ষন এর দাবিতে চলছে গণস্বাক্ষর সংগ্রহ আপনিও অংশ গ্রহণ করুন।ছবি মডারেটর Rokon uddin

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *