বনলতা সিনেমা হল ফরিদপুর

Page Visited: 131
188 Views

বনলতা সিনেমা হল ফরিদপুর

১৪ই অক্টোবর শুক্রবার ১৯৮৩ সালে শুভ উদ্বোধন করেন উপমহাদেশের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন নজরুল সঙ্গীত শিল্পী মিসেস ফিরোজা বেগম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ততকালিন জেলা প্রশাসক জনাব সৈয়দ মোহাম্মদ সোলায়মান। আসছে অক্টোবর মাসে বনলতা সিনেমা হল প্রতিষ্ঠার ৩৯বছর পূর্ণ করবে, বর্তমানে ফরিদপুর জেলার একমাত্র সিনেমা হল এটি যেখানে সিনেমা প্রদর্শীত হচ্ছে এখনও। একটা সময় ফরিদপুর জেলাতে অসংখ্য সিনেমা হল ফরিদপুর সদরসহ ৯টি উপজেলায় মোট ১৪টি সিনেমা হল ছিল। হলগুলো হলো- শহরের প্রাণকেন্দ্রে কিরন ও বনলতা, কানাইপুরে মধুমালা, মধুখালী উপজেলায় নিশাবন্য ও আলোছায়া, বোয়ালমারীতে সোহাগ ও বিলাসী, আলফাডাঙ্গায় জননী, নগরকান্দা উপজেলায় পূর্ণিমা, ভাঙ্গা উপজেলায় চাদনী ও কোকিলা, সদরপুরে ঝুমা ও রাজিয়া, চরভদ্রাসনে মৌসুমী সিনেমা হল। এসব সিনেমা হল চালু ছিলো যা অনেক আগেই বন্ধ হয়ে গিয়েছে। তবে টাউন থিয়েটার হলটি বহুতল ভবন নির্মান হলে সেখানে সিনেপ্লেক্স চালু হবে বলে জানা গেছে।

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *