ফরিদপুরে মোট আক্রান্ত ১৫২ জন
24/05/2020
Page Visited: 1273
190 Views
ফরিদপুরে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা মোট ১৫২ জন। ফরিদপুরে সদর উপজেলাতেই রয়েছে ৩৯ জন এর পরেই বোয়ালমারী ৩৮ জন,নগরকান্দা ২২ জন,আলফাডাঙ্গায় ২১ জন এই উপজেলাগুলোতে আক্রান্তের সংখ্যা বেশি বিশেষ করে ফরিদপুর সদর উপজেলায় আক্রান্তের সংখ্যাটি হঠাৎ করে বৃদ্ধি পেয়েছে তাই ফরিদপুর সদর উপজেলা নিয়ে গুরুত্বারোপ করা উচিৎ বলে মনের করেন আপামর সচেতন নাগরীক । কিন্তু বাজারে গেলে কারও মধ্যে সচেতনতার বিন্দুমাত্র ছাপ লক্ষ্য করা যায় না । ভাঙ্গা উপজেলায় একদিনের ব্যবধানে ৯জন থেকে বেরে দাড়িয়েছে মোট ১৮ জনে । প্রথম আক্রান্ত হওয়া নগরকান্দা উপজেলাতে আক্রান্তের সংখ্যা ২২ জন। ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষা হয়েছে ২৮২ টি এই পর্য্যন্ত মোট পরীক্ষার সংখ্যা ৩৫৬৬
Recent Comments