162 Views
ফরিদপুর জেলার বিলসমূহের তালিকা:
ফরিদপুর সদর উপজেলা
- চাপাই বিল ,ফুরসা+রনকাইল।
- বাটিকামারী বিল,কৃষ্ণনগর।
- মরিয়ম বিবির দিঘী,গেরদা ফরিদপুর সদর।
- শকুনের বিল,কৈজুরী ইউনিয়ন,
- ধেরেধার বিল,কৃষ্ণনগর ইউনিয়ন
- আন্ধার বিল,কৃষ্ণনগর ইউনিয়ন
- কাইলান্দার বিল
- কলস গাড়া বিল পরান পুর, মাচ্চর ইউনিয়ন
- কাইজ্যার কোল/ বিল আদমপুর
হাওর/বাওর:
- ঢোল সমুদ্রের বাওর, আলিয়াবাদ।
- নাল বাওর/ নালি বাওর কমলাপুর
খাল:
- ফরিদপুর খাল
- বাইল্যা মারা খাল
- গোয়ালচামট খাল
- আঙিনা খাল
- রঘুনন্দনপুর খাল
দিঘী:
- মরিয়ম বিবির দিঘী, গেরদা ইউনিয়ন।
বোয়ালমারী
- আষাড়ে বিল,ময়না ইউনিয়ন।
- চাপাদাহ বিল, ঘোষপুর গ্রাম(ইউনিয়ন) ও বেড়াদী গ্রাম(সাতৈর ইউনিয়ন) এর মাঝে।
- পুটিমারি বিল, গুনবহা ইউনিয়ন।
- যুযুখালী বিল দাদপুর ইউনিয়ন,
- দাদুড়িয়া বিল রাজাপুর
- রামকেলি,সাতৈর।
- নসিবশাহী বিল
সালথা উপজেলার বিলসমূহ
- চুলির বিল,খোয়ার গ্রাম
- হরাই বিল,ভাবুক দিয়া
- জিয়ার বিল,
- হরিণ্যা বিল,
- কোষ্ঠার বিল, পুটিয়া,আটঘর
- মান্দারতলার বিল,যদুনন্দী,
- কাগদি বাওর/বিল,বিভাগদী
- কাজল ডাঙ্গা বিল,
- আষাঢ়ে বিল,খোয়ার গ্রাম
ভাঙ্গা উপজেলার বিলসমূহ
- চতল বিল, ভাঙ্গা ।
- জোয়ারিয়া বিল, লক্ষীপুর+ফাজেলপুর+পুকুরিয়া
নগরকান্দা
- আইর মারা বিল, নগরকান্দা।
- কাইচাইল বিল নগরকান্দা।
- ঘোড়ামারা বিল,বাগাট, পুরাপাড়া,নগরকান্দা।
- কাজলডাঙ্গা বিল,পুরাপাড়া, নগরকান্দা
- বিল গজারিয়া.কৃষ্ণারডাঙ্গী নগরকান্দা।
- নাবরার বিল,নগরকান্দা,
- দীঘির বিল গ্রাম-দেবিনগর ইউনিয়ন -রামনগর
মধুখালি
- কানা বিল, মধুখালী।
- বৈকন্ঠপুর বাওর মধুখালী।
- ইছামতী বিল, দামোদরদী,রায়পুরহাট, মধুখালি।
- চেঁচোর বিল, ডুমাইন, মধুখালী।
- সারির বিল মুরারদিয়া মধুখালি ফরিদপুর
- পাতের বিল নওপাড়া ইউনিয়ন, মধুখালি, ফরিদপুর।
- ধোপাডাঙ্গা শাপলা বিল,গাবুরদিয়া,মধুখালী।
- হরিণখালির বিল, বাগাট, মধুখালী, ফরিদপুর।
আলফাডাঙ্গা
- পুটিয়ার বিল, আলফাডাঙ্গা
Recent Comments