নূরুউদ্দিন আহমেদ জাসুমিয়া

Page Visited: 138
96 Views

 নূরুউদ্দিন আহমেদ জাসুমিয়ার জন্ম ফরিদপুর শহরের আলীপুরে ১৯০৬ সালে সম্ভ্রান্ত মুসলিম পরিবারে। মূলত সংগীত শিল্পী। ফরিদপুর হাইস্কুলে ছাত্র থাকাকালীন সময়ে ফরিদপুর অম্বিকাহলে কবি কাজী নজরুল এর এক গানের অনুষ্ঠানে নজরুলের সংগে জাসুমিয়ার পরিচয় ঘটে। নজরুল ইসলামের সংগে কোলকাতায় গমন করেন এবং কবির বাড়ীতে অবস্থান কালীন সময়ে ‘হিজমাষ্টার’ ভয়েজ-এ গানের রেকর্ডিং অশগ্রহণ করেন। এসময় ফুলনলিনী, কানন বালা বিশ্বদেব চাটার্জীর সহিত পরিচয় হয়, একসাথে রেকর্ডিং এর কাজ করেন। পরবর্তীতে ১৯৪৭’র দেশ ভাগের সময় তদানীন্তন পূর্ব পাকিস্তানে চলে আসেন। কবি জসীমউদ্দীন ও আব্বাসউদ্দীন এর সহিত দেখা করে ঢাকায় পাবলিসিটি অফিসে যোগদান করে দীর্ঘদিন পূর্ব পাকিস্তান রেডিওতে কাজ করেন। এসময় অনেক গানের রেকর্ড বের হয়। নূরুউদ্দিন আহমেদের জামাতা বেদারউদ্দিন আহমেদ এদেশের একজন প্রখ্যাত সংগীত শিল্পী ছিলেন। বড় ছেলে নেছার হোসেন রেডিও টেলিভিশনের একজন নিয়মিত সংগীত শিল্পী ও সুরকার, বর্তমানে উর্দ্ধতন সরকারী কর্মকর্তা এবং ছোট ছেলে পান্না আহমেদ ফরিদপুর শহরের একজন কৃতি সংগীত শিল্পী হিসেবে পরিচিতি পেয়েছে। বর্তমানে ফরিদপুর শিল্পকলা একাডেমীর সংগীত প্রশিক্ষক হিসেবে নিয়োজিত আছেন এবং তার নাতনী পাপিয়া পান্না ও একজন উদীয়মান সংগীত শিল্পী হিসেবে প্রশিক্ষণ নিচ্ছে। প্রখ্যাত সাহিত্যিক আনম বজলুর রশীদ নূরুউদ্দিন আহমেদ এর আপন ভাগ্নে। তিনি ১৯৬৮ সালে ২০ জুন মৃত্যুবরণ করেন।

তথ্যসূত্র: ঐতিহ্যে লালিত ফরিদপুর গ্রন্থ

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *