নীলাভ জলের খেলা চাপাই বিলে

Page Visited: 1428
462 Views

চাপাইবিল ফরিদপুর জেলার সালথা থানার বিস্তৃত অঞ্চলজুরে অবস্থিত একদিকে ফুরসা,ভাবুকদিয়া,অন্যপাশে কানাইপুর ইউনিয়ন এর রনকাইল। এই বিলে প্রচুর মিঠাপানির মাছ পাওয়া যায়ে সেই মাছ ধরতে প্রচুর জেলারা ভেসাল দিয়ে মাছ ধরে। বিলে নির্দীষ্ট সময়ে গেলে পদ্মফুলের দেখা পাওয়া যায়। রয়েছে সাদা শাপলাও।

যেভাবে যাবেনঃ ফরিদপুর রাজবাড়ী রাস্তার মোড় থেকে ইজিবাইক বা মাহেন্দ্রতে করে রওনা হবেন ঠ্যানঠেনিয়া বাজার নামবেন ভাড়া ২০-২৫ টাকা নিবে ঠ্যানঠেনিয়া বাজারেই যাতায়াতের জন্য ভ্যান অপেক্ষা করে সবসময় বলবেন ভাবুকদিয়ে স্কুল যাবেন ভাড়া ৫টাকা নিবে, স্কুল পাড় হয়ে জিঞ্জাসা করবেন যে আপনি চাপাই বিলে যাবেন দেখিয়ে দিবে যে কেউ। বিলের সৌন্দর্য্য আপনাকে মুগ্ধ করবেই অক্টবর মাসের দিকে গেলে পানির রং নিল দেখতে পাবেন যতদিন বেশি পানি থাকে ততদিন এই দৃ্শ্য দেখা যায় পানি কমে গেল এমন দৃশ্য দেখা যায় নাা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *