সরকারি রাজেন্দ্র কলেজ ফরিদপুর
09/03/2023
Page Visited: 823
970 Views
সরকারি রাজেন্দ্র কলেজ ফরিদপুর: দক্ষিণ বঙ্গের অন্যতম শ্রেষ্ঠ বিদ্যাপীঠ ,প্রতিষ্ঠানটি ১৯১৮ সালে প্রতিষ্ঠিত হয়। শতবর্ষী শিক্ষা প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা অম্বিকাচরণ মজুমদার। বাইশরশি জমিদার রাজেন্দ্র নারায়ণ চৌধুরীর নামে নামকরণ করা হয় এই কলেজের। রাজেন্দ্র রায় চৌধুরীর পুত্র রমেশ রায় চৌধুরী এই কলেজ প্রতিষ্ঠায় ৫০ হাজার টাাক প্রদান করেছিলেন শর্ত ছিলো তার বাবার নামে কলেজের নামকরণ করা হবে। এভাবেই রাজেন্দ্র কলেজ প্রতিষ্ঠা লাভ করে।
১৯১৮-এর ১ জুন কলেজের অধ্যক্ষ পদে কামাখ্যানাথ মিত্র এমএকে অধ্যক্ষ পদে নিয়োগ প্রদান করা হয়। ১৯৬২-১৯৬৫ সালে পাকিস্তান আমলে বায়তুল আমান নামক স্থানে ৩টি বহুতল ভবন নির্মান করা হয় এবং ১৯৮৪ সাল থেকে সেখানে অনার্স এর ক্লাস কার্যক্রম শুরু হয়




Recent Comments