ডাঃ হানিফা

Page Visited: 130
116 Views

ডাঃ হানিফা ফরিদপুর শহরের উপকন্ঠে বাখুন্ডা গ্রামে জন্মগ্রহণ করেন ১৩১৩ বঙ্গাব্দে। আধ্যাত্মিক সাধক, লোককবি এবং জারিগানের বয়াতি ছিলেন। নানামুখী প্রতিভার অধিকারী ডাঃ হানিফা ‘পল্লী কুসুম’ (সামাজিক উপন্যাস), ‘দুলালের বিয়ে’ (সামাি নাটক), অন্নবন্টন (কাব্য) রচনা করেন। ভাট কবিতা রচনা করে প্রসিদ্ধি লাভ করেছিলেন। ‘হাহাকার ব্যাপার’ (১৯৪২-৪৮) নামে একটি ভাট কবিতার পুস্তিকা বের করেন। যার প্রকাশক ওয়াফিজদ্দিন আহম্মেদ। মুদ্রণে অধুনালুপ্ত অম্বিকা প্রেস। এই ভাট কবিতা পত্রে ১৯৪২ সালের মহা দুর্ভিক্ষের এক আগ্নেয়চিত্র তুলে ধরা হয়েছে। ফরিদপুর তথা তদানিন্তন ভারতবর্ষের অর্থনৈতিক ও রাজনৈতিক অবস্থা যে কি মর্মান্তিক ছিল তা হাহাকার ব্যাপারে স্বচ্ছ, হৃদয় বিদারক করে তুলে ধরা হয়েছে। ডাঃ হানিফা পেশায় গ্রাম্য ভাক্তার ছিলেন। তাঁর তৈরি বিভিন্ন রোগের মিকচার সুনাম অর্জন করেছিল। তিনি অসংখ্য জারি, বিচার ও মুর্শিদা গান রচনা করেছিলেন। পল্লীকবি জসীমউদদীনের সঙ্গে তাঁর সখ্যতা ছিল।

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *