ঘুড়ি ও ফানুস উৎসব 2020

Page Visited: 1326
194 Views

ফরিদপুর সিটি পেইজের আয়োজনে ফরিদপুরের ধলার মোড় পদ্মার চরে 3য় বারের মত অনুষ্ঠিত হয়ে গেলো কেইনো ফার্নিচার ঘুড়ি ও ফানুস উৎসব 2020 । উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফরিদপুরের সুযোগ্য জেলা প্রশাসক জনাব অতুল সরকার, ফরিদপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ মাসুম রেজা, এছাড়াও উপস্থিত  ছিলেন সরকারী রাজেন্দ্র কলেজের ইংরেজী বিভাগের সহযোগী অধ্যাপক রিজভী জামান,এবং জেলা প্রশাসকের কার্যালয়ের রেকর্ডরুম শাখার সহকারী কমিশনার জনাব মোঃ আসাদুর রহমান।

 প্রধান অতিথি  জনাব অতুল সরকার ঘুড়ি উড়িয়ে উৎসবের উদ্বোধন ঘোষনা করেন। এসময় উপস্থিত ছিলো ফরিদপুর সিটি টিমের সকল সদস্য। বৈরী আবহওয়া থাকা সত্বেও হাজার হাজার অংশগ্রহনকারী ঘুড়ি উৎসবে অংশ গ্রহন করেন।জেলা প্রশাসক জানান ঘুড়ি বাংঙ্গালী সংস্কৃতির  একটি অংশক তাকে বাচিয়ে রাখার এই  পদক্ষেপক দেখে তিনি মুগ্ধ হয়েছেন, তিনি ফরিদপুর সিটির এই কর্মকান্ডের ভূয়সী প্রসংসা করেন। ঘুড়ি উৎসবে বিভিন্ন বয়স এবং বিভিন্ন শ্রেণীপেশার মানুষ  অংশগ্রহন করেন  এসময় তারা বলেন শৈশবের স্মৃতীতে কিছুটা সময় কাটাতে পেরে তারা আনন্দীত এজন্য তারা ফরিদপুর সিটি টিমকে ধন্যবাদ জানান। অনেকেই নিজ হাতে ঘুড়ি বানিয়ে অংশ গ্রহন করেন তার মধ্যে চিল ঘুড়ি,কৈড়া ঘুড়ি,পতেঙ্গ ঘুড়ি,প্লাজো ঘুড়ি, লেজযুক্ত ঘুড়ি, বাহাদুর ঘুড়ি,দোল ঘুড়ি, আরও রং বেরংয়ের ঘুড়ি উড়িয়ে তারা শৈশবের আনন্দে মেতে উঠেন। তিনজন সেরা ঘুড়ি নির্তমাতাকে আর এফ এল এর কেইনো ফার্নিচার এর সৌজন্যে পুরস্কার প্রদান করা হয়।পুরস্কার প্রদান করেন আরএফএল গ্রুপের ইভেন্ট ম্যানেজার জনাব মোঃ নাঈম হোসেন। প্রতিযোগীতায় প্রথম স্থান অধিকার করেছেন বাহাদুর নামক ঘুড়ি যেটি বানিয়েছেন রেডিও ফরিদপুর নামে একটি সেচ্ছাসেবী সংগঠন, দ্বিতীয় স্থান অধিকার করেন ওয়েডিং প্লানারের কর্নধার জনাব  সৈয়দ রিফাতুজ্জামান তন্ময়, তৃত্বীয় স্থান অধিকার করেন জনাব এম এম রাকিব হাসান ।ঘুড়ি ও ফানুস উৎসবে স্পন্সর করায় প্রাণ আর.এফ.এল গ্রুপের ইভেন্ট ম্যানেজার জসাব মোঃ নাঈম হোসেনকে ফরিদপুর সিটি পেইজের পক্ষ থেকে শুভেচ্ছা স্মারক প্রদান করা হয় এছাড়াও ডিওরেবল প্লাস্টিক লিঃ আর এফ এল গ্রুপের হেড অফ মার্কেটিং জনাব মোহাম্মদ রাশেদ উল আলম এর পক্ষ থেকে শুভেচ্ছা স্মারক গ্রহন করেন ইভেন্ট সুপার ভাইজার জনাব মোঃ শুভ। ঘুড়ি ও ফানুস উৎসবে ফরিদপুরের একটি সেচ্ছাসেবী সংগঠনকে রাইজিং অ্যাওয়ার্ড 2019 প্রদান করা হয় এই অ্যাওয়ার্ডটি প্রতিবছর ফরিদপুর সিটি পেইজের পক্ষ থেকে একটি সংগঠন বা একজন ব্যাক্তিকে প্রদান করা হবে যারা ফরিদপুরের সামাজিক কর্মকান্ডে বিশেষ অবদান রাখবে । ফরিদপুরসিটি পেইজের গ্রুপ ফরিদপুর লাইভের সদস্যগন 2019 সালে যারা সমাজের কল্যানমূলক কাজে অবদান রখেছেন তাদের মধ্য থেকে 6জন ব্যাক্তিকে উৎসাহমূলক সম্মাননা প্রদান করা হয়। তাদের মধ্যে, মোঃ আলামিন হক,মাজহারুল ইসলাম সাগর,শেখ রাসেল, মাহবুবা সুলতানা, নিশাত মাহমুদ আরমান ও চন্দ্র ঘোষকে উৎসাহমুলক সম্মাননা প্রদান করা হয়।ফরিদপুর সিটি পেইজ প্রতিবছর এমন সম্মাননা প্রদান করবে যেন সকলে ভালো কাজে উৎসাহী হয়।ফরিদপুরে এই প্রথম Bird’s Eye এর সৌজন্যে   ড্রোন দিয়ে সর্ববৃহত একটি সেল্ফি তোলা হয় যা সকল অংশগ্রহনকারী বেশ উপভোগ করেন।  উৎসবের মুল আকর্ষণ ছিলো সন্ধ্যায় ফানুস উড়ানো এবং আতোশবাজী প্রদর্শন । আতশবাজী প্রদর্শনের মাধ্যমে উৎসবের আনু্ষ্ঠানিকতা সমাপ্ত ঘোষনা করা হয়।

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *