খান সাহেব ওয়াহিদুন্নবী
14/03/2023
          Page Visited: 595
						
						
					
			
						
				
									
				
					
		
					
		 
				
		
		
	          
        
        
        
         735 Views
		
খান সাহেব ওয়াহিদুন্নবী :
খান সাহেব ওয়াহিদুন্নবীর জন্ম ফরিদপুর জেলার আলফাডাঙ্গা থানার বুড়াইচ গ্রামে ১৮৭৩ সালে। পিতা নুরুন্নবী। তিনি ছিলেন আন্ডার ম্যাট্রিক। তবে ইংরেজী বলায় ও লেখায় খুবই পারদর্শি ছিলেন। তার ছোট ভাই আই,সি,এস খান বাহাদুর আছাদুজ্জামান। খান সাহেব ওয়াহিদুন্নবী ১৯০৬ সালের ৩০ ডিসেম্বর ঢাকার শাহবাগে মুসলিম নেতাদের এক অধিবেশনে যোগদান করেন। এই অধিবেশনে মুসলীগ লীগ গঠিত হয়। সম্মেলনে ফরিদপুর শহরের কৈজুরীর খান সাহেব ওয়াহিদুন্নবী প্রতিনিধিত্ব করেন। তিনি ফরিদপুর বরিশাল ও পাবনার জমিদার ছিলেন। খান সাহেব ওয়াহিদুন্নবী ত্রিশ বছর ফরিদপুর কোর্টের অবৈতনিক বিচারক, লোকাল বোর্ডের প্রেসিডেন্ট ও কৈজুরী ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন। ১৯৬৪ সালে মৃত্যুবরন করেন




Recent Comments