কলকাতা থেকে ১৯৫৬ সালের আগে আনা হয়েছিলো গাছগুলো

Page Visited: 115
197 Views
আনুমানিক ১৯৫৬ সালের কিছুকাল আগে জনাব যোগেশ চন্দ্র বোস তখন ফরিদপুর পৌরসভার ভাইস চেয়ারম্যান, তিনি কলকাতা থেকে এই গাছগুলোর (বটল ট্রি) চারা এনে রোপন করেছিলেন, তখন ফরিদপুর পৌরসভা ৫টি ওয়ার্ডে বিভক্ত ছিলো আয়তন ছিলো ৫.২৫ বর্গমাইল, সমগ্র পৌরসভায় পাকা রাস্তা ছিলো  ১০ কিলোমিটার এর কিছু বেশি। পৌর এলাকার সড়কের সৌন্দর্য বৃদ্ধির কথা মাথায় রেখে ততকালীন ভাইস চেয়ারম্যান এই গাছের চারাগুলো কলকাতা থেকে এনেছিলেন, তিনি আজ না থাকলেও তার রোপনকৃত গাছগুলো সড়কটির সৌন্দর্য বজায় রেখেছে। তবে গাছগুলোকে বিজ্ঞা*পনের ব্যানারের লোহার পেরেকের জ্বালা সইতে হচ্ছে নিরবে।
স্থান ফরিদপুর সদর উপজেলার সরকারি রাজেন্দ্র কলেজ এবং স্টেডিয়াম মধ্যবর্তী সড়ক।

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *