একেএম আবদুল হাকিম

Page Visited: 146
109 Views

নিবেদিত সমাজকর্মী এ,কে,এম আবদুল হাকিম ১৯১৩ সালে ফরিদপুরে শোভারামপুর গ্রামে জন্মগ্রহণ করেন। পিতা জোনাব আলী আহমদ। শিক্ষা গোয়ালচামট সরকারী প্রাথমিক বিদ্যালয়ে। মহাত্মা গান্ধীর নেতৃত্বে অসহযোগ আন্দোলনে ভলেন্টিয়ার হিসাবে যোগদান। ১৯৪২ সালে ভারত ছাড় আন্দোলনে অংশগ্রহণ করায় দমদম সেন্ট্রাল জেলে ১৫ দিন হাজত বাস। প্রতিষ্ঠাতা সদস্য শেরেবাংলা সাধারণ পাঠাগার, সমবায় বন্ধকী ব্যাংক, অন্যতম উদ্যোক্তা সারদা সুন্দরী মহিলা কলেজ, ইয়াছিন কলেজ। ১৯৭৫-৭৯ সালে ফরিদপুর পৌরসভার চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। সমাজ সেবায় বিশেষ অবদানের লাভ করেন ১৯৭৪ সালে ঢাকা বিভাগীয় সমাজ কল্যাণ পুরস্কার লাভ করেন, ১৯৮০ সালে জাতীয় সমবায় পুরস্কার পান। নিবেদিত এই সমাজকর্মী ব্যক্তি জীবনে অবিবাহিত ।

তথ্যসূত্র: ঐতিহ্যে লালিত ফরিদপুর গ্রন্থ

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *