ইয়াছিন জমাদার

Page Visited: 175
152 Views

ইয়াছিন জমাদার

শহরের টেপাখোলা নিবাসী বিশিষ্ট ব্যবসায়ী ও জমিদার ইয়াছিন জমাদারের জন্য ১৮৭০ সালে। পিতা ছলিমউদ্দীন জমাদার। রেঙ্গুনের সংগে তার বিশাল বাণিজ্য ছিল। মুসলিম ব্যবসায়ী জমিদার ইয়াসিন জমাদার মুসলমানদের শিক্ষার উন্নয়নের টেপাখোলা জমিদান করেন। সেখানে প্রথমে ইয়াসিন হাইস্কুল এবং ৭০ দশকে হাইস্কুলকে কলেজে রূপান্তর করা হয়। ইয়াছিন কলেজ শহরে এখন একটি ঐতিহ্যবাহী সরকারী কলেজ। ছাত্রদের থাকার জন্য ইয়াছিন। ছাত্রাবাস, ইয়াছিন মুসাফিরখানা প্রতিষ্ঠা করেন এবং পৌরসভার রাস্তাঘাট নির্মাণে টেপাখোলা, লক্ষ্মীপুরে প্রচুর জমিদান করেন এছাড়া অনেক সামাজিক কাজ করেছেন। যার মাঝে স্মরণীয় হয়ে আছেন। ফরিদপুরে ক্ষমতার প্রভাবকে সমান্তরাল অবস্থানে আনতে ইয়াছিন জমাদার ও তুর্কি মোল্লা আত্মীয়তা করেছিলেন। তিনি ছিলেন অসাম্প্রদায়িক চরিত্রের অধিকারী। এই মহান ব্যক্তিত্ব ১৯৩৬ সালে মৃত্যুবরণ করেন।

তথ্যসূত্র: ঐতিহ্যে লালিত ফরিদপুর গ্রন্থ

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *