ইউসুফ আলী চৌধুরী মোহন মিয়া
22/04/2022
ইউসুফ আলী চৌধুরী মোহন মিয়া ১৯০৬ সালের ২৯ ডিসেম্বর জন্মগ্রহণ করেন। রাজনীতিক পিতা ময়েজউদ্দিন বিশ্বাস।
জমিদার পরিবারে জন্ম। তাঁর পিতা খান সাহেব ময়েজউদ্দিন বিশ্বাস সাধারণ অবস্থা থেকে নিজ চেষ্টায় একজন জমিদারের উন্নীত হন। সাহেব খান ময়েজউদ্দিনের তিন পুত্রের মধ্যে মোহন মিয়া দ্বিতীয়। মোহন মিয়ার ছোট ভাই এনায়েত হোসেন চৌধুরী তারা মিয়া। বড় ভাই মোয়াজ্জেম হোসেন চৌধুরী লাল মিয়া বাংলাদেশের রাজনৈতিক অঙ্গণে ইউসুফ আলী চৌধুরী মোহন মিয়া নামে পরিচিত। ফরিদপুরের জনগণের কাছে মাইজা মিয়া হিসাবেই বেশী পরিচিতি লাভ করেন। ছাত্র থাকাকালীন ভারত ব্যাপী চলছিল বৃটিশ শাসনের বিরুদ্ধে আন্দোলনে জড়িয়ে পড়েন। সে আন্দোলনের প্রভাবে লেখাপড়া ছেড়ে সমাজসেবা ও রাজনীতি কর্মকান্ডে অংশগ্রহণ করেন। চল্লিশ দশকের পর হতে অবিভক্ত বাংলায় এবং পরবর্তীকালে পাকিস্তানের রাজনীতিতে মোহনমিয়া এককভাবে ভারসাম্য রক্ষা করেছিলেন। অবিভক্ত বাংলায় ও পাকিস্তানের জনগণের নিকট রাজনৈতিক কিং মেকার হিসাবে সমধিক প্রসিদ্ধ লাভ করেছিলেন। প্রধানমন্ত্রী বা মন্ত্রীর দায়িত্ব গ্রহণ না করেও ক্ষমতার কেন্দ্র বিন্দুতে অবস্থান করতেন। মোহনমিয়া দীর্ঘ ১৫ বছর ফরিদপুর জেলা বোর্ডের চেয়ারম্যান ছিলেন। ১৯৫২ সালে ঢাকা থেকে দৈনিক ‘মিল্লাত’ নামে একটি বাংলা দৈনিক পত্রিকা প্রকাশ করেছিলেন। ১৯৭১ সালের ২৬ নভেম্বর মৃত্যুবরণ করেন।
তথ্যসূত্র: ঐতিহ্যে লালিত ফরিদপুর গ্রন্থ
Recent Comments