আহমেদ ফজলে রাব্বির ছাদ বাগান
07/08/2023
Page Visited: 320
446 Views

ফরিদপুর লাইভ গ্রুপের সদস্যবন্ধু আহমেদ ফাজলে রাব্বির ছাদ বাগান পরিদর্শন করলো টিম ফরিদপুর সিটি।
তার ছাদ বাগানের মূল আকর্ষণ ছিলো ড্রাগন ফল। সত্যি বলতে ড্রাগন ফলের স্বাদ এতটাই সুমিষ্ট ছিলো যে বলে বোঝানো সম্ভব না।
ভাবতে পারিনি এতটা মিষ্টি হবে দুটি প্রজাতির ড্রাগন ফল তিনি কেটে খাওয়ালেন সাথে ছিলো মাল্টা, এছাড়াও তার বাগানে বারোমাসি ছফেদা গাছ আছে তার সাথে কথা বলে আরও জানতে পারলাম তার একটা নার্সারি রয়েছে এবং একটি বানিজ্যিক ফলের বাগান রয়েছে যেখানে আঙ্গুর বড়ই পেয়ারার উৎপাদন হচ্ছে।
ফরিদপুর সিটি অর্গানাইজেশন কর্তৃক কৃষি প্রতিবেদনের অংশ হিসেবে এমন আয়োজন আমাদের অব্যাহত থাকবে। রাব্বি ভাইয়ের জন্য অনেক শুভকামনা রইলো।
খুব শীঘ্রই গ্রুপের অন্য কোনো বন্ধুর ছাদ বাগান বা উঠন বাগানে দেখা হচ্ছে। এভাবে আমাদের গ্রুপের সদস্যদের সাথে আন্তরিকতা বৃদ্ধি পাচ্ছে আমরাও কৃষিতে উৎসাহিত করে যাচ্ছি তরুণ প্রজন্মের বাগানিদের।

Recent Comments